পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষ দমন করিম। মাৰ্য্যাবত্তে সম্রাটু হইয়াছিলেন। তংপুত্র সমুদ্র- | গুপ্তের সময়, পশ্চিমদক্ষিণ ভারত হইতে শকাধিপত্য বিলুপ্ত ! ছয় । সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করিয়া ভারতে বৈদিক মাৰ্গ । স্থাপন করেন। গুপ্তরাজের বৈষ্ণব ও কেহ কেহ শৈব ছিলেন। ; তাছাদের অধিকারকালে ব্রাহ্মণের। পূৰ্ব্বসন্মান লাভ করিয়া- } ছিলেন। খৃষ্টীয় চতুর্থ শতাদের শেষে চীন-পরিব্রাজক ফা- i হিমান ভারতে আসিয়া বৌদ্ধ ও হিন্দুর সমান প্রভাব দেখিয়া । গিয়াছিলেন । ৪২২ খৃঃ আন্সে বাঘেলখ েও উচ্চকল্প নামক এক রাজস্থ বংশের অভু্যদয় ঘটে। গুপ্তাধিকারের শেষভাগে ৪৭৬ খৃ: মঙ্গে কুসুমপুরে সুপ্রসিদ্ধ মু্যোতিবিদ আৰ্য্যভট্ট - জন্মগ্রহণ করেন। ৪৯৫ খৃঃ মন্সে সেনাপতি ভটার্কের অভূদয়ে সেরাষ্ট্রে বলষ্ঠীরাজ বংশ প্রতিষ্ঠিত হয়। এই সময়ে । গুপ্তসম্রাট স্কন্ধ গুপ্তের মৃত্যু হওয়ায় সেঙ্গ সুযোগে শাকলপতি । ছুণরাজ তোরমান মধ্যভারত পয্যন্ত অধিকার করিয়া বসেন । কিন্তু অল্প কাল পরেই তিনি, গুপ্তরাঞ্জ নরসিংহ ও বলভী- ' পতি ভটার্কের সমবেতচেষ্টায় পরাজিত হন । তোরমান পরাজিত হইলেও তৎপুত্র মিহিরকুল পুৰ্ব্বগৌরব উদ্ধারে সমথ হইয়াছিলেন। তিনি গুপ্ত প্রভাব ধ্বংস করিয়া পশ্চিম ও মধ্যভারতে স্বীৰ আধিপত্য বিস্তার করিয়াছিলেন । ৫৩০ খৃ: অকো কোকুরের রণক্ষেত্রে আর্য্যাবণ্ডের নরপতিগণের সমবেত- | চেষ্টায় মিহিরকুল পরাজিত হইয়াছিলেন। ৫৩৩ খৃঃ অন্ধে মালবপতি যশোধৰ্ম্ম নিজ ভুঞ্জ বীৰ্য্যবলে নানাস্থান জয় করিয়া ভারতসম্রাটু হইয়াছিলেন । তাহার সভায় স্ব প্রসিদ্ধ জ্যোতিঞ্চি বরাহমিহির অবস্থান করিতেন। সেই সময় গোরাষ্ট্রে বলভী ও বাতাপিপুর বা বাদামিতে চালুক্যগণ প্রবল হইয়াছিলেন। এদিকে উত্তর ভারতে মোখরিবংশ গুপ্তরাঞ্জদিগের হস্ত হইতে পশ্চিম মগধ অধিকার করিয়া কান্তকুঞ্জে রাজধানী স্থাপন করিয়াছিলেন । [ बगउँौ, 5ांगूक, ७ cबौषग्नि-ब्रांजदश्न भएच बिजुङ दिशরণ দ্রষ্টৰ । ] राष्ट्रीषप्द्र ब९बवत् । এই সময় খামেশ্বরে বন্ধলবংশ মস্তকোত্তলন করিতেছিলেন । ৰন্ধনৰংশীয় চতুর্থ স্লাজ প্রভাকল্পবদ্ধন, উত্তরে ; ছু৭ ও দক্ষিণে গুজরাদগকে পরাজিত করিয়া মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করিয়াছিলেন। কম্ভিকুজপত্তি গ্রন্থবৰ্ম্ম তাহার ; জামাতা ছিলেন। ভীয় জ্যেষ্ঠপুর রাজ্যখণ্ডন স্থশদিগের । সচিত যুদ্ধার্থে উত্তরদিকে প্রেরিত হন। এই সময় প্রস্তাকরের মৃত্যু হয়। রাজ্যবৰ্দ্ধন সম্পূর্ণরূপে হুশদিগকে পরাজয় কয়িত্ব। রাজধানীতে প্রত্যাগমনপূৰ্ব্বক পিস্তৃসিংহাসনে অধি [ ७१8 ] ভারতবর্ষ রোহণ করেন। সেই সময়ে মালবপতি সুযোগ পাইয়: কান্তকুজ আক্রমণপূৰ্ব্বক গ্রহবর্শাকে বিনাশ করেন। কিন্তু অত্যয় কাল পরেই রাজ্যবৰ্দ্ধন, মালবপতিকে পরাজয় করিয়া কান্ত কুক্ত পুনরুদ্ধার করিয়াছিলেন । সেই অভিযান কালে তিনি কর্ণসুবর্ণরাজ শশাঙ্ককে দমন করিতে মাসিয়াছিলেন । শশাঙ্ক বড়ই বৌদ্ধবিদ্বেষী ছিলেন। তিনি বোধিক্রম ছেদন করায় তাহাকে শাস্তি দিবার জন্তু রাজ্যবন্ধনের আগমন হইয়াছিল। সুচতুর শশাঁন্ধরাজ তাহার যশুতাম্বীকার করিয়া সন্ধিস্থাপন করেন এবং আমন্ত্রণপূৰ্ব্বক তাহাকে স্বায় শিবিরে আনিয়া বিশ্বাসঘাতকতাপুৰ্ব্বক তাহার হত্যাসাধন করেন । রাজ্যবদ্ধনের প্রিয়তম সহোদর হর্ষবৰ্দ্ধন ভ্রাতৃহত্যার প্রতিশোধ লইবার জন্ত সসৈন্তে গৌড়ে আসিয়ু শশাঙ্কের রাজ্য ধবংস করেন । অল্পকাল মধ্যেই হৰ্ষবৰ্দ্ধন আধ্যাবপ্তের সম্রাটু হইয়াছিলেন। কান্তকুঞ্জে র্তাহার রাজধানী স্থাপিত হয় । আর্য্যাবৰ্ত্ত-জয়ে সমধিক মত্ত হইয়। তিনি দক্ষিণাত্য বিজয়ের আয়োজন করিয়াছিলেন । বলভাপতি তাহার নিকট পরাজয় স্বীকার করিলেও চালুক্যপতি সত্যাশ্রয় পুলিকেশি তাহার গতিরোধ করিতে সমথ হহয়াছিলেন । হর্ষদেব পুলিকেশিল্প নিকট পরাজিত হহয়। দক্ষিণাপথজয়াকাঙ্ক্ষা পরিত্যাগ করেন । র্তাহারই রাজ্যকালে সুপ্রসিদ্ধ চীনপরিব্রাজক হিউএন্‌সিয়াং ভারতে আগমন করেন । পুলিকেশিও এই সময় ‘মহারাজাধিরাঞ্জ পরম ভট্টারক” উপাধি গ্রহণ করিয়াছিলেন । তাহার অপুৰ্ব্বকীৰ্ত্তি শিল্পনৈপুণ্যের পরাকাষ্ঠী ইলোরার গুহ্যমন্দিরে খোদিত ও চিত্রিত রহিয়াছে। প্রসিদ্ধ কবি বাণভট্ট, ময়ুর, দণ্ডী, দিবাকর ও মানতুঙ্গ যেরূপ হর্ষদেবের সভা উজ্জল করিয়াছিলেন, পুলিকেশির সভাতেও সেইরূপ রবিকীৰ্ত্তি নামে একজন বিখ্যাত জৈনকবি থাকিতেন, তিনি আপনাকে কালিদাস ও ভারবির সমকক্ষ জ্ঞান করিতেন । ৬২৮ খৃষ্টাৰে চাপবংশীয় রাজ ব্যাঘ্ৰমুখের সভায় স্ববিখ্যাত জ্যোতিবিদ ব্রহ্মগুপ্তকে দেখিতে পাই । ইহারই হুই বর্ষ পরে স্ববিস্তৃত চালুক্যরাজ্য দুইভাগে বিভক্ত হয়, পূৰ্ব্বভাগে বিষ্ণুৰন্ধন স্বাধীন নৃপতি হইয়া বেঙ্গাতে রাজধানী স্থাপন করেন । { চালুক্য দেখ। ] এই সময়েই সিন্ধু প্রদেশে চচ নামক একজন এাহ্মণ নিজ প্রভুর হস্ত হইতে বলপূৰ্ব্বক রাজ্যাধিকার কাড়িয়া লইয়াছিলেন । প্রায় ৬৪৮ খৃষ্টাঙ্গে হর্ষদেবের श्रृङ्क श्द । তৎপরে জর্জুন নামে তাহার এক সেনাপতি কান্তकूख अधिकाब्र कब्रिञ्चाशिष्णन । किरू छैौन श्रङ आश्रड बहসংখ্যক ৰৌদ্ধলৈস্থ কর্তৃক তিনি পন্থাজিত হইয়াছিলেন।