পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৰ্ব্বত هو ] J পৰ্ব্বত - সেইরূপে উৎপন্ন হয়। ট্রাপিয়ান পৰ্ব্বতমালায় যেরূপ আগ্নেয়পৰ্ব্বতজ দ্রবধাতু ভূগর্ভ হইতে উখিত হইয়া, পৃথিবীবক্ষে বিস্তারিত হইয়া পৰ্ব্বতাকার ধারণ করে, গ্রাণিটিক পৰ্ব্বতের উৎপত্তি ঠিক তদ্বিপরীত। ইহাতে পাৰ্ব্বতীয় তরলপদার্থসমূহ ভূগর্ভ ভেদ করিয়া মৃত্তিকাভ্যন্তরে প্রবাহিত হইয়। কোন দৃঢ় পৰ্ব্বতগাত্রে আহত হয়। ক্রমিক ঘাত প্রতিঘাতে, ঐ উষ্ণ জল শীতল হইয়া পৰ্ব্বতীকারে রূপান্তরিত হইতে থাকে। বহুকাল পরে সমুদ্রের জলে বা নদীপ্রবাহে মুক্তিকারাশি বিধৌত হইয়া অথবা কোন অভাবনীয়-কারণে উহ নয়নপথে দৃশুমান হয়। হিমালয়পৰ্ব্বতের স্থানে স্থানে এরূপ ঘটিতে দেখা যায় । ইহার ৰাহু আকৃতি, থনিজপদার্থসংযোগ ও আভ্যন্তরিক গঠন ঠিক Metamorphie জাতীয় পৰ্ব্বতের স্যায়। ইহাতে কেবলমাত্র খনিজপদার্থের পলি পড়ে না । Gnei৪৪ প্রস্তরের স্বভাবজাত আঁইসের ক্ষায় ইছ পাতলা পটার মত জমিয়া যায়। উছাকে ভূতত্ত্ববিদ্‌গণ Foliation বলে। ogáts Stratified si Sedimentary, Metamorphic, Volcanic s Granitic offiz ER RZH; Horz sfēraề *বাৰ জাকৃতি প্রায় পরস্পরের অনুরূপ। যে অভূতপূৰ্ব্ব ক্রিয়াসংযোগে ধাতুজ-পদার্থসমূহসম্মিলনে দৃঢ়ীভূত হইয়াছে ; উহায় বিশ্লেষণ ব্যতীত স্বতন্ত্রত উপলব্ধি করিবার, আর দ্বিতীয় উপায় নাই। প্রথমোক্তট মৃত্তিক, কর্দম, বায়ু ও চুণাপাথরের পলি জমিয়া উৎপন্ন । দ্বিতীয়ট ভূগর্ভস্থ উষ্ণজল অথবা উত্তাপের প্রক্রিয়ায় স্তরীভূত প্রস্তর জমিয়া ভাইসের মত পটীর আকারে Fortsfits ; fe's Volcanic s Granitic off Enfæri ভূগর্ভমধ্যে কি প্রকারে, কাহার সংযোগে দ্রবপদার্থ শীতল হইয়া উৎপত্তি লাভ করে, তাছা জানিবার উপায় নাই। সমুদ্র অথবা নদীবক্ষে যে সকল পৰ্ব্বত পলি পড়িয়া জমিয়াছে অথবা স্বাভাবিক উৎপন্ন হইয়াছে, তাহ আমরা পৰ্য্যবেক্ষণ করিতে পারি ; ভূগর্ভ-নিহিত তরল প্রস্তররূপ দ্রব পদার্থের রূপান্তর লক্ষ্য করা আমাদের সাধ্যায়ত্ত নহে। প্রধানতঃ, প্রথমোক্ত পৰ্ব্বতই আমাদের পক্ষে ও জীবেতিহাসের বিশেষ অাদরের জিনিস। ইহার মধ্য হইতে বহুকাল পূৰ্ব্বে গ্রোথিত জীবদেহ ও উদ্ভিজ্জাদির প্রস্তরীভূত অস্থি প্রাপ্ত হইয়া জগতের অনেক হিত সাধিত হইয়াছে । ইহাই ভূতত্বে Fossils বা ‘প্রস্তরাস্থি’ afts of To fifts orgotfa ( Fossil remains ) হইতে জগতের অন্ধকারময় সত্যাদি যুগের ইতিহাস প্রকটিত হইতেছে। যখন দুইটা বিভিন্ন দেশে, কোন স্তরীভূত-প্রস্তরের মধ্যে এক জাতীয় জীবের প্রস্তরন্থি নিহিত দেখা যায়, তখন ”डेहे अश्मन इग्न cए, बिच्द्रि राष्न रहेण७ यहे छद्रौङ्गउ Prleozoic ic or Eozoic প্রস্তর এক সময়ে উৎপত্তি লাভ করিয়াছে । ইহাতে আরও ৰোধ হয় যে, ঐ নির্দিষ্ট-সময়ে জগতে সেই এক জাতীয় জীব সেই সেই দেশে ব্যাপ্ত ছিল। ঐ পৰ্ব্বতগুলি এক সময়ে গঠিত (Of same formation ) of oil exta go #vi atrol হইয়াছে। যে সময়ে ভারতের আসাম প্রদেশে খাসিয়া পৰ্ব্বতমালা গঠিত হয়, ঠিক সেই কালে ইংলণ্ডের কেন্ট ও সাসেক্স প্রদেশের খড়িময় ( Chalk ) পৰ্ব্বত গঠিত হইয়াছিল ; এই কারণে ভূতত্ত্বৰিদুগণ এই সময়ে উৎপন্ন পৰ্ব্বতমালাকে Cretaceous formation și crist HNMtw Cretaceous period (খড়িযুগ) নামে অভিহিত করিয়াছেন ।* পৃথিবীর যাবতীয় স্থানের ঐরুপ এক এক সময়ের উৎপন্ন পৰ্ব্বতকে ভূতত্ত্ববিদেরা তাহার সমসাময়িক কালের মধ্যে সমাবেশিত করিয়াছেন । যুরোপীয় ভূতত্ত্ববিদগণ ৰিভিন্নদেশে ভূগর্ভস্থ মৃত্তিকান্তর ও পৰ্ব্বতাদির ভূগর্ভ-মধ্যে গঠনকাল নিরূপণ লইয়া যে সিদ্ধান্তে উপনীত হইয়াছেন, বৰ্ত্তমান সময় হইতে সৰ্ব্ব প্রাচীনতম স্তর যাহা অদ্যপি আবিস্তুত হইয়াছে, তাহার একটা তালিক। নিম্নে <धनख छ्रेण ।

> qÉsta Alluvium,

or Quarteruary & Pleistocene, Т ు) ೧. এই যুগে জীবদেহের ertiary orJ 8 Miocene Cainozoic & Oligocene প্রস্তরাস্থি প্রচুরপরিমাণে o Eocene *iों Gग्नां सूॉन्न । The Secon- * Cretaceous, dary or Meso-{ b. Jurassic, zoic » Triassic, > • Permian or Dyas, > » Carboniferous, » R Devonian, > o Silurian, » s Cambrian or Primordial Silurian, -- Primary or A":"", "*o » « Fundamental Gneiss. আমাদের দেশে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই চারিযুগে যেরূপ বহুকালব্যাপী সময়ের উল্লেখ আছে ; ভূতত্ত্বশাস্ত্রেও তদনুরূপ সময়ের উল্লেখ দেখিতে পাই । সেই প্রাচীনতম সময়ে জীবিত জীবদেহাদির প্রস্তরাস্থির অনুশীলনে আমরা জানিতে পারি, সত্য-ত্রেতাদি যুগের বর্ণিত জীবেতিহাস কতক পরিমাণে বিশ্বাস্ত এবং উভয়ের মধ্যে বিশেষ সামঞ্জস্ত আছে । ভূতত্বের বিশেষ বিবরণ এখানে লিখিত হইল না । ( পুথিবী ও ভূতত্ত্ব শব্দে তাহার সকল বিষয় দ্রষ্টব্য। ] s witga wisis Gretaceus witwat wit Chalk wi lfy