পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশবিহার ২ পলাশ বৃক্ষ । (শঙ্গর) ৩ লাক্ষা। (রাজনি ২৩) ৪ কিংশুক । পলাশিকা, দক্ষিণাত্যের অন্তর্গত একটা প্রাচীন রাজধানী। কাদম্ববংশীয় নরপতিগণ এখানে রাজত্ব করিতেন। রাজ৷ নৃগেশের আদেশে এখানে একটা স্ববৃহৎ জৈনমন্দির নিৰ্ম্মিত হইয়াছিল। কাদম্বরাজ রবিবৰ্ম্ম পল্লবরাজ বিষ্ণুগোপবৰ্ম্মাকে এবং কাঞ্চীপুরাধিপতি চওদেবকে উন্মলিত করিয়া পলাশিকায় রাজচ্ছত্র স্থাপিত করেন । পলাশগন্ধজ৷ ( স্ত্রী ) বংশলোচনা ভেদ । ( বৈদ্যকনি” ) পলাশগাও, দক্ষিণাত্যের বিশাখপত্তন জেলায় নবরঙ্গপুর তালুকের অন্তর্গত একটা গ্রাম। ২ মধ্যপ্রদেশের ভাণ্ডার জেলার অন্তর্গত একটা ভূসম্পত্তি। পৰ্ব্বতের উপরে নবাগাও হ্রদের ৭ মাইল পূৰ্ব্বে অবস্থিত। পলাশগড়, মধ্যপ্রদেশের চাও জেলার অন্তর্গত একটা ভূসম্পত্তি। ভূপরিমাণ ২৬২ বর্গমাইল । এখানে সৰ্ব্বসমেত ৮৫ খানি গ্রাম আছে। মহারাষ্ট্রগণ চাণ্ড অধিকার করিয়া এখানকার দুর্গ অধিকার করে। পূৰ্ব্বে বৈরাগড়ের জনৈক গোড় রাজপুত্র এখানে সর্দার ছিলেন । এখন ইহা সাইগাওর . গোড়রাজের অধীন। পলাশচছদন ( ক্লী) তমালপত্র । ( বৈদ্য কনি” ) পলাশতরুজ (পুং ) পলাশতর জন-ড। কোমল পলাশপল্লব। পলাশতরুশোণিত (ক্লী ) ত ক্ষনির্যাস, পলাশের আট। পলাশদে, বোম্বাই প্রেসিডেন্সীর খাদেশ জেলার অন্তর্গত একটা ওtম। এখানে গীর্ণ ও তাপ্তীমদীর সঙ্গমস্থলে কারুকাৰ্য্যযুক্ত রামেশ্বরের মন্দির নিৰ্ম্মিত আছে। পলাশদেব, পুনাজেলার ভীমানদীতীরবর্তী একট প্রাচীন গ্রাম। পূৰ্ব্বে এই স্থান রত্নপুর নামে খ্যাত ছিল। এখানে একটা সুন্দর শিবমন্দির আছে । পলাশমির্যাস (পুং ) পলtশস্ত নির্যাসঃ পলাশের আট, ইহার গুণ-গ্ৰাহী, গ্ৰহণী, মুখজরোগ কাস ও স্বেদোদগমনাশক । “পলাশভবনির্যাসো গ্রাহী চ ক্ষ পয়েদুঞ্জবং । গ্ৰহণীং মুখজন ব্যাধীন কাসা স্বেদাদিনির্গমম্।” ( ভৈষজ্যরত্নী” নেত্ররো” চি” ) পলাশন (পুং ) শারিক। (ত্রিকাগু) পলাশপণী ( স্ত্রী) পলাশস্ত পর্ণমিব পৰ্ণং যন্তাঃ, গেরাদিত্বাৎ ঙী । অশ্বগন্ধা । ( রাজনি” ) পলাশবাড়ী, আসামের কামরূপ জেলার অন্তর্গত একটা গণ্ড গ্রাম। অক্ষা ২৬৮%উঃ এবং দ্রাঘি” ৯১°৪৫' পূঃ । পলাশবিহার, বোম্বাই প্রদেশে খাদেশ জেলার অন্তর্গত একটা ক্ষুদ্ররাজ্য । ( দঙ্গরাজ্য দেখ । ) [ १७ ] পলালী -ml-l. পলাশশাতন (পুং ) বৃক্ষপত্র ছেদনের অস্ত্রভেদ ( সি” কো” ) পলাশাখ (পুং ) পলাশস্ত আখ্যা ইব আখ্য যস্ত, বা পলাশং পলাশগন্ধমাখ্যাতীতি অ-খ্যা-ক । নাড়ীছিঙ্গু । ( রাজনি” ) পলাশাদি (পুং ) পলাশ আদি করিয়া পাণিমুক্তি শব্দগণ ভেদ । যথা—পলাশ, খদির, শিংশপা, স্পন্দন, পুলক, কীর, শিল্পীশ, যবাস ও বিকঙ্কত। বিকারার্থে পলাশাদি শব্দের উত্তর অঞ, প্রত্যয় হয়। যথা—পলাশস্ত বিকারঃ পালাশ, থাদির ইত্যাদি । পলাশান্ত, পলাশং অস্তে যন্তাঃ, বা পলাশানাং পত্রাণাং অস্তো গন্ধবান যন্তীঃ । গন্ধপত্র । ( রাজনি" ) পলাশিন (পুং) পলাশ বিস্তুতেইস্ত পলাশ-ইনি। ১ বৃক্ষ। পলং মাংসমগ্নাতীতি অশ-ণিনি। ২ রাক্ষল । ৩ ক্ষীরিবৃক্ষ । ( রত্নমা” ) ৪ পত্রবিশিষ্ট । “অঙ্কুরং কৃতবাংস্তত্র ততঃ পর্ণদ্বয়ান্বিতং । পলাশিলং শাখিনঞ্চ তথা বিটপিনং পুনঃ ॥” (ভারত ১৬৩৷১০) ন্ত্রিয়াং উীপূ। পলাশিনী। ৫ নদীবিশেষ। এই নদী শুক্তিমৎ পৰ্ব্বত হইতে উদ্ভূত হইয়াছে। "কৃপা পলাশিনী চৈব গুক্তিমৎপ্রভবা স্থতা: ৷” ( মার্ক ৫৭৩০ ) ৬ রৈবতক পৰ্ব্বত নিঃস্থত নদীবিশেষ । পলাশণি, বোম্বাই প্রদেশের রেবা-কাছার শাখেরা মেবা অন্তর্গত একটা সমৃদ্ধিশালী ক্ষুদ্ররাজ্য । পলাশিল (ত্রি ) পলাশস্তাদূরদেশাদি কাশাদিত্য ইলঃ, ইতি পলাশ-ইল । পলাশের অসন্নিকৃষ্ট দেশাদি । (পাণিনি ৪।২৮০ ) পলাশী (স্ত্রী ) পলাশ গৌরাদিত্বাৎ ডীষ । লাক্ষ, লতাবিশেষ পলাশী-লতা, পৰ্য্যায়—পত্ৰবল্লী, পর্ণবল্লী, পলাশীক, সুরপণী, সুপণী, দীর্ঘপত্রী, রসাম, অক্সিক', অস্নাতকী, কাঞ্জিক। ইহার গুণ—মধুর, অম্ল ও পিত্তবৰ্দ্ধক । ( রাজনি” ) পলাশী, বাঙ্গালার নদীয়া জেলার অন্তর্গত একট যুদ্ধক্ষেত্র। ভাগীরথী নদীর পূর্বকূলে অবস্থিত । অক্ষা” ২৩° ৪৭’ উঃ এবং দ্রাঘি” ৮৮° ১৭৪৫' পূঃ । ইংরাজ-সেনানী লর্ড ক্লাইব অসীম সাহসে ভর করিয়া বঙ্গেশ্বর সিরাজ উদ্দৌলাকে এই বিখ্যাত যুদ্ধক্ষেত্রে পরাজিত করিয়া ইংরাজের গৌরব বৃদ্ধি করেন । এই যুদ্ধ হইতেই বাঙ্গালায় ইংরাজের প্রতিষ্ঠালাভ হইয়াছিল। যুদ্ধ সময়ে যে আত্মবনে ৩০০০ গাছ ছিল, ক্লাইব যেখানে সসৈন্তে লুকায়িত ছিলেন, ১৮০১ খৃষ্টান্স পর্যন্ত পলাশীর যুদ্ধক্ষেত্রে সেই আম্রবন পূর্ণমাত্রায় লক্ষিত হইত। কিন্তু এখন এখানে একটমাত্র গাছ নদীর বন্ত ও কালের করলে হস্ত হইতে রক্ষা পাইয়াছে। অপরবৃক্ষগুলি ভাগীরথীর বন্যায় উন্মলিত হইয়া ভাগীরথীগর্তে শায়িত হয় । এই স্থান এখন জঙ্গলে পরিণত, এক সময়ে ডাকাইত দল এখানে নিৰ্ভয়ে বাস


*