পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলিত [ ११ ] পলিনেশিয়া করিয়া দমাবৃত্তি চরিতার্থ করিত। কলিকাত হইতে কৃষ্ণ নগর হইয়া হাটাপথে বহরমপুর যাইতে পলাশীর নিকট দিয়৷ যাইতে হয়। [ সিরাজ উদ্দৌলা, মহারাজ নবকৃষ্ণ, ক্লাইব প্রভৃতি দ্রষ্টব্য। ] পলাশীয় (ত্রি ) পলাশমন্ত্যস্ত পলাশ-ছ। (উৎকরাদিভ্যস্থঃ। প৷ ৪২৯- ) পত্রযুক্ত । পলি, ১ মৃত্তিকাস্তর। লোতেগামী মৃৎকণার স্থিতি-জন্ত স্তর। পলিক (ত্রি ) পলং মাননোস্ত্যন্ত ঠন্‌। পলপরিমিত দ্রব্য। “তন্তেভুক্তবতো লৌহং পঞ্চাশং পলিকং সমং ” (যাজ্য” ২১) পলিরল ( স্ত্রী) পলিতমস্তাঃ অস্ত্রীতি অর্শ আদিভ্যোংচু ইতি অচ্ ছন্দলি ক্লমেকে ইতি তন্ত ক উীপ চ। ১ বালগর্ভিণী গাভী। ( হেমচ” ) ২ শ্বেতকেশী, বৃদ্ধ । এই অর্থে বৈদিক প্রয়োগেই পলিকী হইবে, লৌকিক প্রয়োগে হুইবে না। লৌকিক প্রয়োগে পলিতা’ এইরূপ পদ হইবে । ( শুক্লযজু ৩•৷১৫ ) পলিগার, জাতিবিশেষ। [ পোলিগার দেখ। ] পলিব (পুং) পরিহন্ততেইনেনেতি পরি-ইন-অপঘাদেশশ্চ (পরে। ঘঃ প। ৮২২২ )ততে রপ্ত ল । ১ কাচকলস, কাচঘট । ২ ঘট । ৩ প্রকার, প্রাচীর । ৪ গোপুর । ৫ গোগৃহ । ৬ পরিঘ শব্দার্থ। “পলিঘঃ কাচকলসে ঘটে প্রাকারগোপুরে ।” ( মেদিনী ) পলিত (স্ত্রী) পণি-ভাবে ত্ত, বা ফলনমিতি ফল-ইতচু, ফন্ত পত্বং ( ফলেরিতজাদেশ পঃ । উণ ৫৩৪)। ১ জরাদি দ্বার কেশাদির শৌর্য, কেশপাক। বুদ্ধাবস্থাহেতু কেশের শুরতা, চুলপাকা । "গৃহস্থস্তু যদা পশ্রেৎ বলীপলিতমাত্মনঃ। অপত্যস্তৈব চাপত্যং তদারণ্যং সমাশ্রয়েৎ ॥” ( মমু ৬২ ) গৃহস্থ যে সময় ত্বকৃশৈথিলা, কেশধাবল্য এবং পুত্রেরও পুত্র । হইয়াছে দেখিবেন, তখন তিনি অরণ্য-আশ্রয় করিবেন। অর্থাৎ পুত্রের উপর সংসারের ভার অর্পণ করিয়া জীবনের অবশিষ্টকাল ধৰ্ম্মকার্য্যে অতিবাহিত করিবেন। মাধবনিদানে পলিতের লক্ষণ এইরূপ লিখিত আছে। "ক্রোধশোকশ্রমকৃতঃ শরীরোত্মা শিরোগতঃ। “পিত্তঞ্চ কেশান পচতি পলিতং তেন জায়তে।" (নিদান) ক্রোধ, শোক ও শ্রম হেতু দৈহিক অগ্নি এবং পিত্ত শিরো দেশকে আশ্রয় করিয়া কেশের পকতা উৎপাদন করে। ভাবপ্রকাশে পলিত চিকিৎসার বিষয় এইরূপ লিখিত আছে। পলিত চিকিৎসা—লেীহচূর্ণ ২ তোলা, আমের আঠির শাস ১০ তোল, আমলকী ৪ তোল, হরীতকী ৪ তোলা এবং বহেড়া এই সকল দ্রব্য একত্রে পেষণ করিয়া লৌহপাত্রে একরাত্রি রাখিতে হইবে। পরে ইহা মস্তকে লেপন করিলে শীঘ্রই কেশ ΧΙ ミe পক্কতা নষ্ট হয়। অষ্টবিধ—তিল তৈল চারিসের, কস্বtথ গাস্তারীফল, ঝিন্‌টাফুল, কেতকীমূল, লৌহচূর্ণ ভৃঙ্গরাজ, হরীতকী, বহেড়া ও আমলকী, এই সকল প্রত্যেকে অৰ্দ্ধপোয় । যথানিয়মে এই তৈল পাক করিয়া লৌহপাত্রে এক মাস মাটির মধ্যে নিহিত করিয়া রাখিতে হইবে। পরে এই তৈল মৰ্দ্দন করিলে অতি শুভ্রবর্ণ কেশও ঘোর কৃষ্ণবর্ণ হইয়া থাকে। ত্রিফল, নীলপত্র, ভূঙ্গরাজ ও লোহচর্ণ এই সকল সমভাগে মেষমূত্রের সহিত পেষণ করিয়া লেপন করিলে কেশ কৃষ্ণবর্ণ হয় । ( ভাবপ্র ক্ষুদ্ররো” ) ৩ শৈলজ । ৪ তাপ । ৫ কর্দম। পল গতেী-পল ( লোষ্ট্রপলিতে। উৎ ৩৯২ ) ইতি ক্ত প্রত্যয়েন নিপাতনাৎ সাধু। ৬ কেশপাশ । ( উজ্জল ) “পলিতং শৈলজং তাপে কেশপাকে চ কৰ্গমে ॥” ( মেদিনী ) ৭ মরিচ। (বৈষ্মকনি") ৮ গুগগুলু। ( রাজনি" ) ৯ কপালরোগ । ( পুং ) ১০ বৃদ্ধ । স্ক্রিয়াং টাপ্ত। পলিত, বৃদ্ধ, বুড়ী। পলিতগ্রহ (পুং) পুষ্পবৃক্ষবিশেষ, তগরফুলের গাছ । (বৈদ্যকনি) পলিতঙ্করণ ( ক্লী ) অপলিতং পলিতং ক্রিয়তেহনেন চূর্থে পলিত-ক-খৃবুন্টু, ততো মুম চ ( অtঢ্যসুভগস্থলপলিতেতি । পী ৩২৫৬ ) অপলিতের পলিতত করণ। যে পলিত ছিল না, তাহীকে পলিত করণ । পলিতম্ভবিষ্ণু (ত্রি) অপলিতঃ পলিতে ভবতি চার্থে পণিতখিষ্ণুচ্‌ ততো মুম্ ( কৰ্করি ভুবঃ খিষ্ণুচ খুক্ঞে। পা ৩২।৫২ ) অপলিতের পলিতভাব। এই অর্থে খুকঞ, প্রত্যয় করিয়া পলিতম্ভাবুক এই পদ হইবে। পলিতিন (ত্রি) পলিত অস্ত্যৰ্থে ইনি। পলিতযুক্ত। পলিনেশিয়া, প্রশান্ত মহাসাগরস্থ একট দ্বীপপুঞ্জ। নিউজিলও প্রভৃতি দ্বীপ ইহার অন্তর্গত। বিষুবরেখার ৩•• উত্তর ও দক্ষিণ অক্ষাংশে এবং ফিলিপাইন দ্বীপের পূৰ্ব্বে অবস্থিত । খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর প্রথমভাগে কাপ্তেন কুক্‌ এই স্থান পরিদর্শন করিয়া দ্বীপসমূহের আমূল-বৃত্তাস্ত প্রকাশ করেন। কিরূপে এই দ্বীপগুলির উৎপত্তি হইল, তাহ অদ্ভূত ও ঈশ্বর-সৃষ্টির গুণগরিমাপ্রকাশক । ভূতত্ত্ববিদগণ (ক্ষেীণীবিস্তাবিৎ ) পরীক্ষাদ্বারা স্থির করিয়াছেন যে, প্রবাল-কীটসমু দায়ের সাহায্যে সমুদ্রগর্ভ হইতে পলিনেশিয়ার অধিকাংশ দ্বীপ নিৰ্ম্মিত হইয়াছে। প্রবালের এই অস্তুতকীৰ্ত্তি বুদ্ধির অগম্য। প্রবালকীটের উপরে মৃত্তিকা-পলি পড়িয়া প্রশান্ত মহাসাগরের সম্পূর্ণ পরিবর্তন ঘটিয়াছে। পূৰ্ব্বে যেখানে নীলবর্ণ উৰ্ম্মিমালা খেলা করিত, এখন সেখানে শত শত দ্বীপ অমৃতময় ফলমূলে সুশোভিত হইয়া হান্ত করিতেছে। সমুদ্র হইতে এই দ্বীপ সকল দেখিতে অতি রমণীয়।