পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পশুপতি নাথ [ సి(t


------------------

পশুপতি, গোয়ালিয়ার রাজ্যের একজন প্রাচীন রাজা। ইনি জগৰিখ্যাত রাজা তোরমাণের পুত্ৰ। পিতা ও পুত্রের উৎকীর্ণ শিলালিপ্তি হইতে জানা যায়, ইনি সম্ভবতঃ ২৮৫-৩১০ খৃষ্টাব্দ মধ্যে জীবিত ছিলেন । *轉 পশুপতি, বিজানাগ্রামের মহারাজ বংশের উপাধি। পশুপতি নাথ ( বা পশুপতি ) ভারত-বিখ্যাত পবিত্র শৈবতীর্থ। নেপাল-রাজ্যের মধ্যে অৰস্থিত । যে শৈলশিখরে পশুপতিনাথ মহাদেবের মূৰ্ত্তি স্থাপিত, সেই গিরিদেশও পশুপতি নামে খ্যাত। এখান হইতে পুণ্যসলিলা বাগ্মতি নদী প্রবাহিত হইয়া কাঠমাণ্ডু রাজধানী অভিমুখে গমন করিয়াছে। পশুপতির পাৰ্ব্বতীয় ক্ষেত্র বনরাজিবিরাজিত এবং হিন্দু ও বৌদ্ধ মন্দির মঠ ও বিহারাদিতে মুণীেভিত । পৰ্ব্বতের একদেশে ধোবীকোলা নদী প্রবাহিত ও অপরদিকে বাগমতী এই পুণ্যময় অধিত্যকদেশকে বামকূলে রাখিয়া গমন করিয়াছে। ঠিক ইহার বিপরীত J পশুপতি নাথ দিকে বাগ্‌মতীর দক্ষিণকুলে বুদ্ধনাথ ও দানদেবের বিখ্যাত মন্দির স্থাপিত। এই স্থান পাটন রাজ্যের অন্তর্গত। প্রবাদ খৃঃ পূৰ্ব্বাবে সম্রাটু অশোক এই পৰ্ব্বতে ওহেশ্বরী মূৰ্বিদর্শনে আগমন করেন। র্তাহার * অাদেশে এই মন্দিরের চারিদিকের চারিট আদিবুদ্ধ-মূৰ্ত্তি প্রতিষ্ঠিত হয়। তাহার উপযুক্ত কন্ঠ ভিক্ষুকী হইয়া যাবজ্জীবন মঠে কালাতিপাত করেন। রমণী-জীবনের পরাকাষ্ঠা দেখাইয়া তিনি স্বনামে ও স্বীয় খরচে ‘চারু-রিহি’ নামে একটী বিহার স্থাপনা করেন। মন্দির সমূহে বুদ্ধ ও তারাগণের প্রতিকৃতি খোদিত থাকায় বোধ হয় এক সময়ে বৌদ্ধ প্রভাৰ এখানে পূর্ণপ্রভার প্রতিভাত ছিল। পশুপতির বনাংশের উত্তর দিকে দানদেবমন্দিরে আদিবুদ্ধ মূৰ্ত্তি প্রতিষ্ঠিত। নিবাররাজ ধৰ্ম্মদত্ত পশুপতির সৰ্ব্বপ্রথম মহাদেব মন্দির নিৰ্ম্মাণ করান । [ মন্দিরাদির বিবরণ নেপাল কাঠমাণ্ডু, ও পাটন শব্দে দ্রষ্টব্য। ] পশুপতিনাথের মন্দির। বিশ্বেশ্বর, কেদারনাথ ও বদরীনাথ শিবক্ষেত্রের মাহাত্মা ৰেহ্মপ, নেপালের পশুপতিনাথও সেইরূপ সৰ্ব্বত্র পূজিত । প্রতি বৎসর বহুসংখ্যক লোক এই দেবমূৰ্ত্তি দর্শনে আগমন द्रिश्चt १i:कनं । ৰামজী তীরবর্তী প্রাচীন ৰেপাটন নগরে পশুপতির মনির প্রতিষ্ঠিত। এখন আর দেবপাটনের সে পুৰ্ব্ব-সৌন্দৰ্য্য নাই, অধিকাংশ স্থানই ভাঙ্গিয়া পড়িয়াছে। কাঠমাণ্ডু নগর হইতে মন্দিরট ৩॥• মাইল উত্তরপূর্বে অবস্থিত। বর্তমান মন্দিরটা ত্রিতল এবং ৫• ফিই উচ্চ। নুতন নেপালী ধরণে कई ७ इंडेक् चांद्र ऐश निर्दिछ।