পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাত্ৰ পাত্রাহ, পাত্রের যোগ্য । “এষ বৈ পাত্ৰিয়ঃ প্রজাপতিঃ” ( তৈত্তি স” ৩২।৩৩) পরী ( দেশজ ) যে কণ্ঠার বিবাহ হয় নাই, তাঁহাকে পাত্রী কহে, বিষ্ণহযোগ্য কন্তু । পাত্রীণ (ত্রি ) পাত্র-x (আঢ়কচিতপাত্রাৎ খোংততরপ্তাং। পা ৫১।৫৩) পাত্রাবহারকাদি। স্ক্রিয়াং টপূ। পাত্রেীয় (রী ) পাত্রে সাধু পাত্র-বাহুলকাৎ ছ। ১ ঘঙ্গপত্র । ( ত্রি ) ২ পাত্রসম্বন্ধীয় । পাত্রীর ( পুং ) পাত্র্যৈ রাতি, পাত্ৰীং রাতী বা র-ক। যজ্ঞ দ্রব্য । ( ভুরিপ্র” ) পাত্রেবহুল (পুং) পাত্রে ভোজনসময়ে এব বহুলা নতু কাৰ্য্যে, পাত্রে সমিতাদিত্বাৎ আক্ষেপে গম্যে অলুক্সমাসঃ । ভোজন সময়ে বহুলীভূত কাৰ্য্যাক্ষম সকল । যাহার কার্য্যকালে অক্ষম ভোজনসময়ে বহুল । ( এই শব্দ বহুবচনান্ত । ) পাত্ৰেসমিত ( ত্রি ) পাত্রে ভোজনসময়ে এব সমিতঃ সঙ্গতঃ, পাত্রে সমিতাদিত্বাৎ অলুক্সমাসঃ । কাৰ্য্যকালে অক্ষম এবং ভোজন সময়ে সঙ্গত অর্থাৎ যে ভোজনকালে উপস্থিত হয়, কার্য্যকালে থাকে না । ‘স পাত্ৰেসমিতেtহস্তত্র ভোজনাম্মিলিতে ন যঃ । (ত্রিকা” ) ২ পাপবিশেষ । ‘নিধায় হৃদয়ে পাপং যঃ পরং শংসতি স্বয়ং। স পাত্ৰেসমিতোইথ স্তাৎ—” (শষ্ণমালা )। ৩ উক্ত লক্ষণোক্ত পাপযুক্ত পুরুষ, যে পুরুষ হৃদয়ে পাপ রাখিয়া মুখে পরম তত্ব প্রকাশ করে, তাহীকে পাত্ৰেসমিত কহে। পাত্ৰেসমিতাদি ( পুং ) আক্ষেপ অর্থে অলুক্সমাসাদি নির্মিত্ত শব্দগণভেদ। এইগণ পাত্রেলমিত, পাত্রেবস্থল, উচুস্বরমশক, উইম্বরক্রমি, কুপেকচ্ছপ, অবটেকচ্ছপ, কুপমওক, কুম্ভমওক, উদপানমওক, নগরকাক, নগরবায়স, মাতরিপুরুষ, পিওঁীশূর, পিতারিশূর, গেহেশূর, গেছেনদী, গেহেক্ষুেড়ী, গেহেবিজিতী, গেহেব্যাড়, গেহেমেহী, গেহেদাহী, গেছেদৃপ্ত, গেহেকৃষ্ট, গর্ভেভূপ্ত, অথেনিকবক, গোষ্ঠেশুর, গোষ্ঠেবিজিতা, গোষ্ঠেক্ষ্মেট, গোষ্ঠেপটু, গোষ্ঠেপণ্ডিত, গোষ্ঠেগলভ, কর্ণেটিরিটির, কর্ণে চুরুচুরা ।” (পাণিনীয় গণপাঠ ) পাত্রোপকরণ ( স্ত্রী ) পাত্রস্ত পাত্রাণাং বা উপকরণং উপ ভূষণং । পাত্রের উপভূষণ । “রীতিবর্গাধিসঞ্জীতং পাত্রোপকরণাদিকং। দস্তাদায়সবর্জন্তু ভূষণং ন কদাচন ॥” ( কালিকাপু ৬৮ অ” ) পাত্র ( কী ) পতর্তীতি পত-কিপৃ, পতং অধঃপতন্তং জনং স্নায়তে ত্রৈক, ততঃ স্বার্থে প্রজ্ঞাপ্ত। পাপি-ত্রাত। প্রজাপতির্যজ্ঞঃ Χ G Հ [ २०¢ ] তন্ত্ৰ পাথরিয়া “সৰ্ব্বেষামেব পত্ত্বিাণাং পরং পাঞ্জং মহেশ্বরঃ । পতত্তং ত্রায়তে যম্মাদতীব নরকর্ণেবt২ ॥” ( ভবিষ্যপু” ) পত্রিত। ( স্ত্রী) পাত্রস্ত ভাবঃ তল, টপ্‌। পত্ত্বি ত্ব, বিদ্যt তপস্তাচারযুক্তত।। 象 পাত্ৰ্য ( ত্রি ) পাত্র-যৎ ( পাত্রাদযংশ্চ । পা ৫।১৬৮ ) পত্রিয়, পাত্রার্হ। পাথ ( স্ত্রী) ১ জল । (মেদিনী ) ( পুং ) পাউীতি পা-খুন্টু, নিপাতনাৎ সাধুঃ । ২ সুর্য । ৩ অগ্নি। পাথর ( দেশজ ) প্রস্তর। পাথরচুর (দেশজ ) গ্রন্তরীণ। পাথরগাঁও, সাঁওতাল পরগণার অন্তর্গত একটা বাণিজ্য প্রধান স্থান । পাথরচাট পক্ষিবিশেষ । ইহার মস্তক ও গলা ঈষৎ বোল্প ধূসরবর্ণ, পৃষ্ঠদেশ ও পশ্চাদ্ভাগ রক্তাভ, কৰ্ণ ঘোর লাল, পাখা ও পুচ্ছ ঘোর বাদামি রং বিশিষ্ট, পুচ্ছের বহির্দিকের পালকগুলি কতক সাদা ; গলা ও বক্ষঃস্থল ঈষৎ সাদ। ওষ্ঠ ঈষৎ লাল, পদদ্বয় পীত ও অপরিষ্কার। দৈর্ঘ্যে ৬। ইঞ্চ ; পক্ষ ৩; ইঞ্চ ; বিস্তার ১০ ইঞ্চ, পুচ্ছ ২ং ইঞ্চ । 尊 এই পক্ষী শীতকালে মধ্য ও উত্তরভারতে, সময়ে সময়ে কলিকাতার নিকটে, নেপাল, দেরাদুন, সিমলা ও মুসোরীতে, দাক্ষিণাত্যে ও নাগপুরে এবং ভারতবর্ষের বাহিরে মধ্য এশিয়ায় ও কখন কখন দক্ষিণ যুরোপে দেখিতে পাওয়া যায়। গ্রীস ও ক্রিমিয়া উপদ্বীপে এই পক্ষী বেশী পাওয়া যায়। চীনদেশের শস্তক্ষেত্রেও অনেক সময় দেখা গিয়া থাকে। পাথরবৎ, বোম্বাই প্রদেশবাসী এক জাতি, পুণা জেলায় প্রায় সৰ্ব্বত্রই দেখিতে পাওয়া যায়। ইহাদিগের পরিচ্ছদ মহারাষ্ট্রীয়দিগের ছায় । ইহার পরিষ্কার পরিচ্ছন্ন, পরিশ্রমী, মিতবাদী, সুশৃঙ্খল এবং অতিব্যগ্র । ইহার দেবত জন্তু প্রভৃতির উৎকৃষ্ট পাথরের খোদাই কাৰ্য্য করিতে পারে । ইহার হিন্দু দেব দেবীর পূজা করে । ইহাদিগের মধ্যে বিধবাবিবাহ প্রচলিত আছে , কিন্তু এই বিবাহ অতি নির্জন স্থানেই সম্পন্ন হয় । ইছারা মৃতদেহ সংকার করিয়া থাকে। জাতিভেদপ্রথাও ইহাদিগের মধ্যে প্রবল । পাথরিয়া, আসামের অন্তর্গত শ্ৰীহট্ট জেলার দক্ষিণস্থিত পাহাড়শ্রেণী । এখানে আগের অতির নামক এক প্রকার সুগন্ধি দ্রব্য প্রস্তুত হয় । পাথরিয়া, মধ্যপ্রদেশের দাম জেলার অন্তর্গত একটা গ্রাম। অক্ষা ২৩° ৫৩' উঃ, দ্রাধি" ৭৯° ১৪% পুং । এখানে সরকারী বিদ্যালয়, ঔষধালয়, থান এবং ডাক-বাংলা আছে ।