পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পানতরি [ ২২০ j . পানস - - - পানবণিজ (পুং ) পানায় পেয় সুরাদেধিক্রয়ার্থং বণিক, পানস্ত বণিক বা । শোণ্ডিক, শুড়ি । ( হেম ) পানভরি, কোলিদিগের এক শ্রেণী। ইহাদিগের অপর নাম মলহারী বা মলহার-উপাসক। দক্ষিণাত্যের প্রায় প্রত্যেক গ্রামে ইহাদিগকে দেখা যায়। ইহারা গ্রামবাসীদিগের জল সরবাহ এবং গ্রাম পরিষ্কার করিয়া থাকে। পণ্টরপুরের নিকট অনেক মলহারী কোলির গ্রামরক্ষকের কার্য্য করে । থানেশ এবং আহ্মদনগরে এই শ্রেণীর কোলি সর্দার অাছে। পুণার দক্ষিণে মলহারী কোলিরা বংশপরম্পরায় পুরন্দর, সিংহগড়, তর্ণ এবং রাজগড় নামক পাৰ্ব্বত্য দুর্গ সকল রক্ষা করিয়া আসিতেছে । প্রবাদ এইরূপ যে পুৰ্ব্বকালে দক্ষিণাত্যের পশ্চিমভাগে ঘাড়সিদিগের অধীনে ইহার বাস করিত। ঘাড়সির লঙ্কাধিপতি রাবণের গায়ক ছিল । তৎপরে গাবলির ( একজাতীয় গোপ ) বাড়সিদিগকে পরাজয় করে। তাহাদিগকে দমন করিবার জন্ত একদল সৈন্ত প্রেরিত হয়, কিন্তু তাহারীও গাবলিদিগের হস্তে সম্পূর্ণরূপে পরাজিত হয়। গাবলিদের দেশ অত্যন্ত হর্গম ও অস্বাস্থ্যকর বলিয়া কেহ তাহাদের বিরুদ্ধে যুদ্ধ ভার গ্রহণ করিতে সন্মত হইল না। অবশেষে সঞ্জয়গোপাল নামে এক মহারাষ্ট্রীয় বাঙ্কোজী কোকাট্ট নামক একজন কোলির সাহায্যে গাবলিদিগকে সম্পূর্ণরূপে পরাজয় ও ধ্বংস করেন। গাবলিদিগের দেশ জনশূন্ত হইয় পড়ে। এই জনশূন্ত দেশ চাষ করিবার জন্ত নিজামের রাজ্য মধ্যে অবস্থিত মহাদেব পৰ্ব্বত হইতে কতকগুলি কোলিকে আনয়ন করা হয়। গাবলিদিগের মধ্যে যাহারা অবশিষ্ট ছিল, তাহার ক্রমশঃ কোলিদিগের সহিত মিলিত হইয়া গিয়াছে। এই সময় হইতে কোলির দক্ষিণভারতে প্রধান হইয় উঠে । ১৩৪০ খৃঃঅব্দে মহম্মদ তোগলকের সময়ে সিংহগড় একজন কোলি-সৰ্দ্দারের অধীনে ছিল । দেবগিরি যাদৰদিগের অধঃপতনের পর কোলির জবছর প্রদেশের আধিপত্য লাভ করে। বাহ্মণী ও আহ্মদনগরের রাজাদিগের রাজত্ব কালে কোলির স্বাধীনভাবে বাস করিতে থাকে। এই সময় পানভরিরা অনেক উচ্চ পদ লাভ করিয়াছিল। খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে কোলিরা বিদ্রোহী হয়। ১৬৩১ খৃঃঅব্দে আহ্মদনগর রাজ্যের ধ্বংসের পর টোডরমল আহ্মদনগর জরিপ করিতে যান। কোলিরা তাহদের জমি একাসনে নিবিষ্ট যে ভুঞ্জীরংশ্চৈব ভাজনে।" "একপাত্রে পিবেৎ দ্রব্যং তে যাত্তি নয়কাধমে ।" ( কুলার্গব ) একপত্র মিতি সৰ্ব্বৈমিলিত্বা নৈকপাজেপিবেং, ন তু প্রতিবরং দ্রব্য- | পানে ভিন্ন ভিন্ন পাত্ৰং কাৰ্য্যং ॥ জরিপ ও রাজস্ব নিৰ্দ্ধারিত হওয়ায় অত্যন্ত বিরক্ত হইয়া উঠে। খেনিনায়ক নামক একজন কোলি সর্দার অন্তান্ত কোলিদিগকে মোগলদিগের বিরুদ্ধে উত্তেজিত করিতে থাকে। তৎপরে শিবাজীর নিকট পুনঃ পুনঃ মুসলমানদিগন্ধে পরাজিত হইতে দেখিয়া কোলিরা বিদ্রোহী হয় এবং এই বিদ্রোহ অতি কষ্টে নিবারিত হয়। বিদ্রোহ-দমন হইলে অরঙ্গজেব কোলিদিগের প্রতি অনুগ্রহ প্রকাশ করিয়াছিলেন। পেশবাদিগের আধিপত্যকালে কোলির পাৰ্ব্বত্য দুর্গ গ্রহণে পটু বলিয়া প্রসিদ্ধ হইয়া উঠে। ১৮শ শতাব্দীর শেষ ভাগে এবং বৃটিশ শাসনের প্রারস্তে আহ্মদনগরের পশ্চিমে ও কোঙ্কণ প্রদেশে কোলি-দস্থাদিগের বড়ই উৎপাত ঘটে। ১৮৫৭ খৃ:অন্ধে যখন সিপাহি-বিদ্রোহ হয়, সেই *** *toga atützo ( Captain Nuttal ) অধীনে ৬০০ অস্থায়ী কোলি সৈন্ত নিযুক্ত ছিল। ইহারা অতি অল্প সময়ের মধ্যে যুদ্ধনিপুণ হইয় উঠে। পদব্রজে বহুদুর গমন করিতে ইহার অদ্বিতীয়। সিপাহি-বিদ্রোন্থের সময় ঐ সৈন্যদল ইংরাজদিগের যথেষ্ট উপকার করিয়াছিল। ১৮৬১ খৃঃঅঞ্জ পর্যন্ত কোলি সৈন্ত ছিল। এই সময়ে ইহাদিগকে কাৰ্য্য হইতে নিষ্কৃতি দেওয়া হয়। কোন কোন কোলি পুলিসে কাব্য করিয়া থাকে, কিন্তু অধিকাংশই কৃষিকাৰ্য দ্বারা জীবিকা নিৰ্ব্বাহ করে । [ কোলি দেখ। ] পানভাজন (মী) পানীয় গানন্ত বা ভাজনং পায় । গনপঞ্জি কংস, কাংস্ত । ‘কংসঃ স্তাৎ তৈজসে দ্রব্যে পানপাত্রেইকাংশুবৎ।' (শাশ্বত ) পাত্রাস্তরে পানপাত্রে কাংস্তং কংসে চ তৈজসে। ( রভস ) পানভাণ্ড (স্নী ) পানস্ত পানায় বা ভাওং। পনেপাল । পানভু (স্ত্রী) পানভূমি, যেস্থলে বসিয়া মদ্যপান করা হয়। পানমঙ্গল ( ক্লী) পানগোষ্ঠী। [ পানগোষ্ঠী দেখ। ] পানমদ (পুং ) নেশা। পানমারে (স্ত্রী) পানন্ত মাত্রা । স্বরাপানে প্রশস্ত যাত্রা। পরিমাণে মদ্যপান করিলে দৃষ্টি ক্ষুব্ধ বা মন বিচলিত হয় না, এই পরিমাণ মদ্যপানই ভাল। ইহার বিপরীত হইলে মদ্য বিষসদৃশ হইয় থাকে। “যাবল্প চলতে দৃষ্টিঃ যাবল্ল ক্ষোভতে মনঃ। পানমাত্র পর তাবৎ বিপরীত বিষোপমা ॥" ( শৌনক ) পানবিভ্রম (পুং ) মদ্যপানজাত রোগভেদ । [ পানীত্যয় দেখ। ] পানশোঁও (ত্রি ) পানে শোঁওঃ ৭তৎ। স্বরাদি পানদক্ষ । পানস (কী ) পনসস্ত ইদং, পনসফলে ভবং তৎফলস্ত বিকার, ইতি বা অণু । ১ পনসভব মদ্য । ( জটাধর ) ( ত্রি ) ২ পনসসম্বন্ধী ।