পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পানিল যষ্টিমধু, মৌল, লাক্ষ, দারুচিনি, বহুবার বৃক্ষাছুর, কৃষ্ণজীরক, ত্ৰাক্ষা, পিপ্পলী ও নাগকেশর এই সকল দুগ্ধে আলোড়িত করিয়া ঈষদুষ্ণ থাকিতে কুর বা আসবের সহিত প্রচুর পরিমাণে পান করিবে। ইহা বিধিপূৰ্ব্বক প্রস্তুত মা হইলে ইহাতে কোন ফল হয় না । মদ্যবিরত ব্যক্তি সহসা অধিক পরিমাণে মদ্যপান করিলে পানীত্যয় জন্তু বিকার জন্মে। মদ্যের অগ্নি বায়বীয়গুণে জলবাহী স্রোতঃ সকল শুষ্ক হইয়া তৃষ্ণ জন্মে । তাহাতে রক্ত, লোধ, পদ্মমূল ও মুগনি ইহাদের যোগে হিমজল প্রস্তুত করিয়া পিপ্পলী মিশ্রিত করিয়া পান করিবে। ঘূত, তৈল, বসা, মজ্জা ও দধি ভৃঙ্গরাজ রসযোগে পান করিবে । অঞ্জন ব্যবহার করিতে হইলে বিত্ব ও যবের কাথে সৰ্ব্বগন্ধ পিষিয়। ও পাক করিয়া ব্যবহার করিবে । রসবিশিষ্ট ভোজন এবং শীতল ও সুগন্ধি পাণক দোষানুসারে প্রযোজ্য । পানজস্য উষ্ণতা পিত্ত্বরক্ত কর্তৃক বৃদ্ধি হইয়। ত্বকে আশ্রয়পূর্বক ঘোরতর দাহ উৎপাদন করে। এইরূপ স্থলে পিত্তজন্ত দাহের হ্যায় চিকিৎসা বিধেয় । প্রথমতঃ সৰ্ব্বাঙ্গে চন্দন লেপন, শিশিরোদক ও শীতল দ্রব্যে শয্যা প্রস্তুত করিয়া তাঁহাতে শয়ন, হার ও মৃণালবলয়যুক্ত কামিনীর স্পর্শ, উৎপলশয্যায় শয়ন করিয়া নলিনীপত্র বীজন, অভিলম্বিত গন্ধসেবন, কমলকহুলারদল সঞ্চারিত বনানিলসেবন, এইরূপ নানাপ্রকার বিলাসোপযোগী শৈত্যক্রিয়া ও তাছার সঙ্গে সঙ্গে কামিনীর অঙ্গস্পর্শ এই সকল ক্রিয়া বিশেষ হিতকর । পিত্তজ পানীত্যয়ে কমিণীসম্ভাষণ বা সংস্পর্শ বিশেষ উপকারী। সৰ্ব্বদেহস্থিত রক্ত উদ্রিক্ত হইয়া অতিশয় দগ্ধ হইলে দেহ ও নয়নদ্বয় তাম্রবর্ণ, মুখরক্তগন্ধবিশিষ্ট, ও শরীর অগ্নিবিকীর্ণের স্যায় দগ্ধ হয় । এইরূপ স্থলে রোগীকে লঙ্ঘন দেওয়াইয়া দোষানুসারে আহারের ব্যবস্থা করিবে । মৰ্ম্মস্থানে অভিঘাত জন্ত যে দাহ জন্মে, তাহা অসাধ্য । বাহিরে শীতল ও অন্তরে দাহ থাকিলে তাহীও অসাধ্য হয় । পূৰ্ব্বোক্ত প্রক্রিয়া দ্বারা অতিরিক্ত মদ্যপানজনিত পীড়া প্রশমিত হয় । ( সুশ্ৰুত উত্তরত” ৪৭ অ” ) পানাপুর, বঙ্গদেশে শারণজেলার একটা কৃষিপ্রধান নগর। পানীর, বাঙ্গালাদেশের পূর্ণিয়া জেলায় প্রবাহিত একটা নদী। ইহ প্রথমে দক্ষিণপূৰ্ব্বদিকে স্বলতানপুর ও হাবেলী পরগণার মধ্যদিয়া প্রবাহিত হইয়া তৎপরে দক্ষিণদিকে কাদবা ও হাত নার মধ্য দিয়া বহিয়া গঙ্গানদীতে পতিত হইয়াছে। পানিক (পুং ) পানবিক্রয়কারী, শৌশুিক । পানিল ( ক্লী ) পানমাধারত্বেনাস্ত্যত্র ইতি ইলছ। পানপত্র। [ ২২২ ] পানীয়কল্যা পানিয়ালা ( দেশজ ) বৃক্ষবিশেষ, পানি আমলাবৃক্ষ। পানী ( দেশজ ) জল । পানীআলাজস্ব, ( দেশজ ) বৃক্ষবিশেষ। পানীকলা ( দেশজ ) জলজ লতাভেদ । পানীৰ্কাচড়া (দেশজ বৃক্ষবিশেষ । পানীকোঁড়ী (দেশজ ) পানকোড়ী, পক্ষিবিশেষ, জলকাক । পানীচরকা (দেশজ ) জলযন্ত্র । পানীতরাস্ পারী) জাহাজ বা ८नोकाङ्ग उलहिज्र प्रिीर्षकोर्छ পানীতারা (পারসী ) মিষ্টান্ন ভেদ । পানীদুৰ্ব্বা ( দেশজ ) দুৰ্ব্বাভেদ। . পানীমালা ( দেশজ ) পয়ঃপ্রণালী, জল যাইবার নর্দাম । পানীফল ( দেশজ) জলজ ফলবিশেষ । [ শৃঙ্গাটক দেখ । ] পানীবসন্ত ( দেশগ ) একপ্রকার বদস্তরোগ। ইহাকে জল বসন্তও কছে, এই বসন্ত হইলে কোনপ্রকার ভয়ের কার থাকে না । [ ইহার বিশেষ বিবরণ ৰসস্ত শব্দে দ্রষ্টব্য। ] পানীভেল (দেশজ ) জলচর পক্ষিবিশেষ। পানীমরিচ (দেশজ ) পানমরিচ। পানীমঙ্গল ( দেশজ ) তৃণভেদ। পানীয় (স্ত্রী) পীয়তে ইতি পা-অনীয়র। ১ জল । ২ পানাৰ্ছ দ্রব বিশেষ, সরবত, পান । [ ইহার বিষয় পানক শবো দ্রষ্টব্য। ] ( ত্ৰি ) ৩ পীতবা, রক্ষণীয়। অগ্নিপুরাণে লিখিত আছে যtহীরা সুখ ইচ্ছা করেন, তাহারা সৰ্ব্বদা পানীয় দান করিবেন “এতত্তে কথিতং বিপ্র মম লোকে তু দুর্লভম্। পানীয়ং সস্তুতং তস্মাৎ দাতব্যং সুখমিচ্ছত ॥ অতোহঙ্কং করিয়েৎ কুপং বাপীং বা বহুপবলং। বহুলোকাকুলে দেশে সৰ্ব্বসৱোপজীবিতং ॥” ( অগ্নিপু” ) পানীয়দান করিয়া পরে নিম্নলিথিত মন্ত্রপাঠ করিতে হয়— “পানীয়ং প্রাণিনঃ প্রাণীঃ পানীয়ং পাবনং মহৎ । পানীয়স্ত প্রদানেন তৃপ্তির্ভধতি শাশ্বতী ॥” ( স্থতি ) [ ইহার বিবরণ জল শব্দে দ্রষ্টব্য। পানীয়কল্যাণস্কৃত (স্ত্রী ) স্থতৌষধভেদ। প্রস্তুতপ্রণালী— স্থত ৪ সের, কন্ধার্থ রাখtলশলামূল, ত্রিফল, রেণুক, দেবদারু এলবালুক, শালপানি, তগল্পপছিক, হরিদ্র, দারুহরিত্র গুণমালতী, অনন্তমূল, প্রিয়ঙ্গু, নীলোৎপলপত্র, এলাচি, মঞ্জিষ্ঠা দন্তীমূল, দাড়িযবীজ, নাগেশ্বর, তালীশ, বৃহতী, মালতী নবপুষ্প, বিড়ঙ্গ, চাকুলে, কুড়, রক্তচন্দন, পদ্মকাষ্ঠ, এই ২t প্রকার দ্রব্য প্রত্যেকে ঝুঁই তোলা করিয়া লইতে হইবে পাকার্ধ জল ১৬ সের। যথানিয়মে এই ঘৃত পাক করিতে হুইবে । এই স্কৃতসেবনে অপস্মার, উন্মাদ, জর, কাস, শোষ, ক্ষয়