পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এইরূপে নানাস্থানে বিদ্রোহদমনের পর দারয়কু রাজ্যসুশাসনবিষয়ে মনোনিবেশ করেন। ভবিষ্যতে যাহাতে কোনপ্রকার গোলযোগ উপস্থিত না হয়, এই জন্য আপনার বিস্তীর্ণরাজ্য নানা অংশে বিভক্ত এবং প্রত্যেক স্থানে একজন করিয়া ক্ষত্রপ (Satrap) বা শাসনকৰ্ত্ত নিযুক্ত করেন । এই শাসনকর্তা কোনপ্রকার বিরুদ্ধাচারণ করিতে না পারেন,এইজন্স র্তাহার কার্যকলাপস্থাপনের জন্ত একজন কৰ্ম্মচারী নিযুক্ত হয়। ক্ষত্রপের অধীনে সৈন্ত থাকিত ; কিন্তু তঁtহার শাসিত প্রদেশে যে সকল দুর্গ ছিল, তাহী রাজার অধীনে থাকিত । এতদ্ব্যতীত দরায়ুস প্রত্যেক বিভাগের রাজস্ব নিৰ্দ্ধারিত করেন। শেষোক্ত কার্য্যের জন্য পারসিকেরা দরায়ুসের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হয় । যtহাই হউক দরায়ু যে, পুৰ্ব্বপ্রচলিত বিধিব্যবস্থার অনেক উন্নতিসাধন করেন তাঁহাতে সন্দেহ নাই। ইহার পর তিনি রাজ্যবিস্তারে অগ্রসর হইলেন। বেহিস্তন নামক স্থানে যে কোণাকার খোদিতলিপি আছে, তৎপাঠে জানা যায় যে, তিনি সিন্ধুনদীর তীরভূমি আবিষ্কার করিয়া পরে ভারতবর্ষ জয় করেন; কিন্তু ইহা যে অমূলক তাহাতে আর সন্দেহ নাই। বোধ হয় তিনি সিন্ধুতীরস্থ প্রদেশ জয় করেন এবং তাছাই সমুদয় ভারতবর্ষ বলিয়া বর্ণিত হইয়াছে। এই সময়ে শকজাতি অতিশয় পরাক্রমশালী হইয়া উঠে । দরায়ুস জিগীষার বশবৰ্ত্তী হইয়া ৫১৫ খৃঃ পূঃ অব্দে তাহাদিগের বিরুদ্ধে যুদ্ধযাত্র করেন। তিনি সেতুসংযোগে বম্পোরাস প্রণালী এবং দনিয়ুব নদী উত্তীর্ণ হুইয়া শকদিগের রাজ্যে প্রবেশ করেন। শকেরা তখন ভ্রমণশীল জাতি বলিয়া গণ্য ছিল । কোন স্থানে ইহার স্থায়িভাবে বাস করিত না । সুতরাং দন্নায়ুস্ তাহাদিগকে সন্মুখযুদ্ধে পাইলেন না ; অবশেষে দুর্গম-পথশ্রমে ক্ষুধ ও তৃষ্ণায় কাতর এবং রোগপ্রভাবে বহুসৈন্ত বিনষ্ট হইলে তিনি স্বদেশে ফিরিয়া মাসিতে বাধ্য হইলেন। এতকাল পারসিকেরা অজেয় বলিয়া যে প্রতিপত্তি ছিল, তাহ এই যুদ্ধে অনেকটা গৰ্ব্ব হইল । এই সময়ে ধোন (Iomain) ও অন্তান্ত পারস্তবাসী গ্রীকগণ পারস্তরাজের বিরুদ্ধে অঙ্গুধারণ করিল। অাথেন্সের অধিবাসীরা তাহাদিগের সাহায্যার্থে কুড়িখানি রণতরি পাঠাইয়া ছিল । গ্রীকেরা সকলে একত্র হইয়া সার্ডিস্ নগর অবরোধ ও অধিকার করেন ; কিন্তু নগরস্থ দুর্গ এহণ করিতে পারেন নাই । এই যুদ্ধে পারসিকদিগের বীর্যবিত্তার পরিচয় পাইয়। আথেন্সের নৌসেনাবর্গ স্বদেশে ফিরিতে বাধ্য হইল ; কিন্তু তথাপি এসিয়াবাগী গ্রীকের যুদ্ধে ক্ষান্ত হইল না। সালামিসের নিকট জলযুদ্ধে তাহারা পায়দিকদিগকে পরাজয় [ ২৫৯ ] পারস্য করিল ; কিন্তু স্থলযুদ্ধে ( মিলেতাস নগরে ) দিগের নিকট আপনার পরাজিত হইল । গ্রীকেরা মিলেতাস্ নগর বহুদিবসাবধি শত্রুর আক্রমণ হইতে রক্ষা করিয়া মাসিতেছিল, অবশেষে পারসিকেরা যুরোপীয় গ্রীকদিগের সাহায্যে ও বিশ্বাসঘাতকতায় এই নগর অধিকার করিতে সমর্থ হইল। পারসিকের নগর অধিকারের পর তাহ ভূমিসাৎ করিল এবং গ্রীকগণ পারসিকদিগের বশীछूठ श्हेण । প্রথম যুদ্ধে আথেন্সের অধিবাসীরা যবনদিগের সাহায্য করায় দরীয়ুসের জামাতা মার্সোনিয়াস আথেনীয়দিগকে উপযুক্ত শাস্তি দিবার জন্য যুদ্ধযাত্রা করেন। তিনি নাক্ষস অধিকার ও ইল্পেটিয়া নগর ধ্বংস করেন ; কিন্তু স্বপ্রসিদ্ধ মারাথনের যুদ্ধে সম্পূর্ণরূপে পরাজিত হওয়ায় গ্রীকের বিজয়াকাঙ্ক্ষা ত্যাগ . করিতে বাধ্য হল । কম্বুজীয়ের সময় হইতে মিসর পারসিকদিগের অধিকারভুক্ত ছিল। দয়ায়ুস নীলনদী হইতে লোহিতসমুদ্র পর্যন্ত একটা থাল খনন করাইয়াছিলেন এবং রাজ্যের উন্নতিসাধনেও বহু চেষ্টা করেন ; কিন্তু পারসিকেরা মিসরীয়টুিগের নিকট এতই অপ্রতিভাজন হুইয়াছিল যে, ৪৮৬ খৃঃ পূঃ অব্দে তাহারা বিদ্রোহী হইয়া উঠে । দরীয়ু এই বিদ্রোহদমনের পূৰ্ব্বেই ৪৮৫ খৃঃ পূৰ্ব্বন্ধে প্রাণত্যাগ করেন । অখমনীয়বংশের মধ্যে দরীয়ুস যে সৰ্ব্বপ্রধান নরপতি ছিলেন, তদ্বিষয়ে সন্দেহ নাই । তিনি যেরূপ বুদ্ধিমান তদনুরূপ উদ্যমশীল ছিলেন। গ্রীকের সাধারণতঃ পারসিকদিগকে ঘুণ কল্পিত ; কিন্তু এস্কাইলাস্ আপনার গ্রন্থে দরীয়ুসকে শ্রেষ্ঠ নরপতি বলিয়। বর্ণনা করিয়াছেন । পারসিক গৃধয়ার্ধ বা ক্ষয়ার্ধ (Xerxes ) ৪৮০-৪৭৯ খৃ: পূ: । দরায়ুসের মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠপুত্র ক্ষয়ার্ধ রাজপদে অভিষিক্ত হইলেন। দরায়ুসের মৃত্যুর কিছু পূৰ্ব্বে বিদ্রোহ উপস্থিত হইয়াছিল। ক্ষয়ীৰ্ষ ৪৮৪ খৃঃ পূঃ এই বিদ্রোহদমনে সমর্থ হন এবং আপনার ভ্রান্ত অথমলিশকে ইজিপ্টের শাসনকণ্ঠ করিয়া পাঠান। এই সময়ে বাবিলনে বিদ্রোহ উপস্থিত হয়। ক্ষয়ার্ষ বাবিলন অধিকারপূর্বক উপাসনামন্দির সকল ভগ্ন এবং অধিবাসীদিগের প্রতি অযথা অত্যাচার করেন । মারাথনের যুদ্ধে পারসিকেরা গ্ৰীকদিগের হন্তে যে নিগ্রাহভোগ করিয়াছিল, তাহ তাহারা বিস্তৃত হয় নাই । ক্ষয়ার্য। এই অপমানের প্রতিশোধ লইবার জন্য কৃতসংকল্প হইয়া চতুৰ্দ্দিকৃ হইতে সৈন্য সংগ্ৰহ করিতে আল্পস্ত করেন। সার্দিস্নামক স্থানে সমস্ত সৈন্য একত্র কন্ধিয় গ্রীস