পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য শীঘ্রই বিদ্রোহ উপস্থিত হওয়ায় রোমে পলায়ন করেন এবং সেইখানেই তাহার মৃত্যু হয়। রাজসিংহাসন শূন্য হওয়ায় পার্থিবেরা ২য় ওরোদকে (Orodes III) আহবান করেন, কিন্তু তাহার নিষ্ঠর ও যথেচ্ছব্যবহারে সকলের নিকট ঘূণার পাত্র হইয় উঠেন এবং একদ৷ মৃগয়া করিতে যাইয় নিহত হন। র্তাহীর মৃত্যুর পর রাজ্যমধ্যে ঘোরতর অরাজকতা উপস্থিত হয় । ৪র্থ ফ্রবতির এক পুত্র আহত হইয়া রোম হইতে পাখিয়ায় আগমন করেন। কিন্তু বহুকাল বিদেশে অবস্থান করায় স্বদেশের প্রতি তাহার কিছুমাত্র মমতা ছিল না। পার্থিবের তাহার এইরূপ আচরণে ক্রুদ্ধ হইয়া অৰ্তবান নামে এক ব্যক্তিকে রাজপদে প্রতিষ্ঠিত করিতে প্রয়াসী হন। অতর্বান প্রথমে পরাজিত হন, কিন্তু অবশেষে জয়লাভ করেন । og w śrfa (Artabanus III) i অতবান অতি চতুর ও উদ্যমশীল নৃপতি ছিলেন। তিনি কেবলমাত্র স্বরাজ্য রক্ষা করিয়াছিলেন তাহী নহে, ঘোরতর বিদ্রোহকালে বৈদেশিক রাজগণের বিশেষতঃ রোমকদিগের সহিত যুদ্ধে বিজয়ী হইয়াছিলেন। আৰ্ম্মেণিয়ার প্রভুত্ব লইয়া রোমকদিগের সহিত তাহার প্রথম বিবাদ উপস্থিত হয়। রোমকের আইবিরিয়ান অধিপতির ভ্রাতা মিত্ৰদাতকে আৰ্ম্মেশিয়ার সিংহাসন প্রদানে অভিলাষী হইয়া আইবিরিয়ানদিগকে তাহার সাহায্য করিতে অনুরোধ করেন । । অতবান প্রথম যুদ্ধে পরাজিত হইয়া পলায়ন করিতে বাধ্য হন। মিদীয়া বাবিলন প্রভৃতি স্থান শীঘ্রই মিত্রদাতের হস্তগত হয়। পাশ্ববৰ্ত্তী অসভ্যজাতিগণের সাহায্যে পুনরায় স্বরাজ্যtধিকার করেন। তিনি ৩৭ খৃঃ অন্ধে কিছুকালের জন্ত পুনরায় রাজাচুত হইয়াছিলেন। রোমকদিগের শাস্তিবিধানে अर्डবানের একান্ত ইচ্ছা ছিল ; কিন্তু চতুর্দিকে বিদ্রোহ উপস্থিত হওয়ায় তাহার ইচ্ছা পূর্ণ হয় নাই। অবশেষে উভয়পক্ষে সন্ধি স্থাপিত হয়। ৪ • খুঃ অব্দে তিনি প্রাণত্যাগ করেন । coststsí s «Gylfin (Gotarzes and Vardanes) : অতবানের মৃত্যুর পর বরদানিস কিছুকাল রাজত্ব করেন, কিন্তু বোধ হয় যত্বরই রাজাচুত হন। গেীতাঞ্জ ৪১ খৃঃ অব্দে সিংহাসন অধিকার করেন ; কিন্তু তাহার নিষ্ঠুর ব্যবহারে প্রজাবর্গ অত্যন্ত অসন্তুষ্ট হইয়। বরদানিসের পক্ষ অবলম্বন করিল। বক্রিয়ায় উভয়পক্ষীয় সৈন্ত একত্র হইল, কিন্তু যুদ্ধের প্রারম্ভেই সন্ধি হইয়া গেল। বরদানিস্ সিংহাসন লাভ করিলেন এবং গোতার্জ বরকান প্রাপ্ত হইলেন। বরদানিস তৎপরে XI \b* [ ২৬৯ ] পারস্য নগর অধিকার করেন। গেীতাঞ্জ ৪০ খৃঃ অশে পুনরায় বিদ্রোহী ইলেম এবং স্বনামে মুত্র। চালাইতে লাগিলেন। বরদানিস তাছাকে এরেন্দিস নামক গিরিপথে পরাজিত কল্পিয় তাহার অনুসরণকালে পথিমধ্যে নিহত হইলেন। বরদানিসের মৃত্যুর পর গেীতাঞ্জ অtখার সিংহাসন অধিকার করেন। বয়োবৃদ্ধিয় সহিত তাছার স্বভাবের কোন পরিবর্তন হয় নাই । তিনি পুনরায় অত্যাচার আয়ন্ত করায় মিহিরদাত পার্থিবরাজ্য গ্ৰহণ করিবার জন্য প্রেরিত হইলেন। রেমিকেরা মিহিরদাতের সহিত জিউগম পৰ্য্যন্ত আগমন করেন ; কিন্তু মিহিরদাত মেসোপটমিয়ার শাসনকৰ্ত্তার বিশ্বাসঘাতকতায় গোতাঞ্জের ছন্তে বন্দী হন । গোতাহ ৪১ খৃঃ অব্দে প্রাণত্যাগ করেন । » R qui rift ( Volagases I ) ; গোতার্জের মৃত্যুর পর অত্রপত্তনপতি ২য় বনোনিস সিংহাসন পাইলেন, কিন্তু ৩ বৎসর রাজত্বের পর তাহার মৃত্যু হওয়ায় তাহার, জ্যেষ্ঠপুত্র ১ম বলকাশি রাজপদে অভিষিক্ত হন। স্বীয় ভ্রাতৃবর্গের সহিত কোন প্রকার বিবাদ না হয়, এই জন্য তিনি তাহার BBS BBBBBD DDDS D BBBBB BBBBS BBSBB প্রদান করেন ; কিন্তু রোমকের অাৰ্ম্মেণিয়ায় আপনাদিগের ক্ষমতা অক্ষুণ্ণ রাখিবার ইচ্ছায় রাজ্যাকাঙ্ক্ষী বরদালিসের পুত্রকে গোপনে সাহায্য করিতে লাগিল । ৫৮ খৃষ্টাব্দে বলকাশি আপন ভ্রাতাকে আৰ্ম্মেণিয়ার সিংহাসনে স্থাপিত করিলে পর রোমকদিগের সহিত সন্ধি হয় এবং সন্ধি অসুসারে তিরিদাত রোমকসম্রাটের নিকট হইতে শাসনদণ্ড গ্রহণ করেন । বয়কাল্পতি বিদ্রোহী হইয়া ৬১ খৃঃ অঙ্কে স্বাধীনত। লাভ করেন । তিনি অলাননামক জাতিকে আপনরাজ্যমধ্য দিয়া যাইতে অনুমতি দেন। তাহার সিদীয়ায় আদিয়া দেশমুণ্ঠন ও রাজভ্ৰাত পাকোরাকে রাজ্য হইতে তাড়াইয়। দেয় । বলকাশি বিপদে পতিত হইয়া রোমকদিগের সাহায্য প্রার্থনা করেন, কিন্তু তাহার প্রার্থনা উপেক্ষিত হয় । অবশেষে ৭৪ খৃঃ অঃ অলানের প্রচুর অর্থ সংগ্ৰহ করিয়া স্বদেশে फिब्रिम्न शोग्न । অলান-নিগ্রহের পর বলকাশির মৃত্যু হয়। তাহার মুস্থায় পর ২য় বলকাশি ও ২য় পাকের নামে দুই জন রাজ একত্রে রাজত্ব করেন। অবশেষে ৮১ খৃষ্টাব্দে অতবান (Artabanus IW) সিংহাসন প্রাপ্ত হন । এই সময়ে পার্থিবরাজ্য বহু বিস্কৃত হইয়াছিল। পাখিৰ ও יישוב kBBBDB BBB BBBB BBB BBB BBB BBS BB S BBBB BBB BBB B BBBB DDDDDD DD DDS