পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৫৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুছুকোটাই t_૯૨૧_] পুছুগুড়ি সময়ে দাক্ষিণাত্য প্রভৃতি দেশেই ইহার বিশেষ প্রচলন দেখা যায় । দাক্ষিণাত্যবাসী ব্রাহ্মণদিগের পুত্র-সস্তান জন্মিলে জন্মদিনে অস্ট্রিীয় বন্ধুবান্ধব ও অভ্যাগতদিগকে চিনি মিছরি প্রভৃতি মিষ্টান্নদান পিতার একান্ত কর্তব্য কৰ্ম্ম । একাদশ দিবসে প্রস্বতী গাত্রে তিলভৈল মাখিয়া দান করিলে অশৌচান্ত হইয় থাকে । উক্ত দিবস ‘পুণtহ বাচনমূ’ নামে প্রসিদ্ধ। অতঃপর জাতবালকের নামকরণ করিয়া ঐ দিবস অভ্যাগত বন্ধুবান্ধবের সমক্ষে মাতার ক্ৰোড়ে পুরকে শুয়াইয়া রাখে এবং উপস্থিত সকলেই হরিদ্রারঞ্জিত চাউল প্রস্থতি ও পুত্রের মস্তকে দিয়া আশীৰ্ব্বাদ করে । জলভয় দরিদ্রকে ভিক্ষাদান ও আত্মীয় স্বজনকে ভোজ দেওয়া হয়। ঐ দিবস সন্ধ্যাকালে কুটুম্বিনীগণ সমবেত হইয়া জাঙশিশুকে দোলtনায় শুয়াইয়া দেয় এবং মৃত্যগীতিত্বারা রজনী অতিবাহিত করে। যাইবার সময় প্রত্যেক কুটুদিনীর হন্তে পাণ, সুপারি, কলা ও মটর সিদ্ধ দিয়া বিদায় করিতে হয়। কন্যার জন্মে এরূপ কোন উৎসব সংঘটিত হয় না । কারণ তাহদের বিশ্বাস যে, একমাত্র পুত্রসন্তান হইতে মছুষ্য ‘স্বৰ্গলোক” বা ইন্দ্রপুরীতে গমন করিতে সক্ষম হয় । [ অন্নাশনাদি দ্রষ্টব্য। ] পুত্র্য (ত্রি) পুত্র নিমিত্ত সংযোগ উৎপাতো বেতি, পুত্র-যৎ । ( পা ৫।১।৪• ) পুত্রীয়, পুত্রনিমিল্প সংযোগ । ২ পুত্রনিমিত্ত উৎপাত । পুখ,হিংসা। দিবাদি, পরন্মৈ, সক, সেট। লট গুথতি । লিট্‌ গুপোথ । লুটু পোথিত, লু অপোর্থীং । বৃন্টু পোথিধতি। সন্‌ পুপুথিষতি । থ, ১ বধ। ২ ক্লেশ। বাৰে সক', শোধে অক', পরস্মৈ, গেট। এই ধাতু ইদিৎ। লটু গুস্তৃতি। লোটু পুংতু। লিট্‌ পুপুন্থ। লু অপুষ্ট্ৰীৎ । পুখ, দীপ্তি। চুরাদি, উভয়, অক, স্ট্রে। লট্‌ পোণয়তি-তে। লোট পোথয়তু-তাং । লুড় অপুপুণS-ত । পুদলপটু, উত্তর অন্ধকছু জেলার চিত্বর তালুকের একটা নগর । অগ্নিরাল ও পোয়িনী নদীর সঙ্গমস্থলে অবস্থিত । এখানে নদীতীরে চোলরাজকৃত একটী মন্দির ও তাগাত্রে শিলালিপি অদ্যাপি বিদ্যমান আছে । পুদুকোটাই, মাঞ্জাল প্রেসিডেন্সীর অন্তর্গত একটা সাত্ত রাজ্য। এখন রামগিরি জমিদারী নামে খ্যাত। ইহার চতুর্দিকে তঞ্জাবুর, ত্রিচীনপল্লী ও মন্থর জেলা। অক্ষা” ১•১৫% হইতে ১৯’২৯%উঃ এবং দ্রাধি” ৭৮°৪৫' হইতে ৭৯° পূঃ । অধিবাসীদিগের মধ্যে হিন্দুর সংখ্যাই অধিক। অধিকাংশ লোকই কৃষিজীবী ও শ্রমজীবী । --- --- জেলার অধিকাংশ স্থানই সমতল এবং স্থানে স্থানে পৰ্ব্বতমালা প্রসারিত। এই সকল পৰ্ব্বতের উপরে কএকটা প্রাচীন ফুর্গ বিরাজিত। সমগ্র রাজত্বের মধ্যে প্রায় তিনহাজার বৃহৎ পুষ্করিণী আছে । কৃষিকাৰ্য্য ব্যতীত এখানে বস্ত্র, কম্বল, মাছুর ও রেশমী বস্ত্র ইত্যাদি প্রস্তুত হইয়া থাকে। স্থানে স্থানে খনিজ লৌহ পাওয়া যায়, কিন্তু কেহই তাহ পরিষ্কারের চেষ্টা করে লা । এখানকার সর্দারের তোগুমান নামে পরিচিত। ১৭৫৩ धृष्ठेitक बिठौन°झैौद्र अव८ब्रां८५ग्न जगग्न ईशांद्रा हेशङ्गांछब्रांरजङ्ग বিশেষ সহায়তা করেন । এই কারণে উভয়ের মধ্যে दिशांग ७ षनिडेउ शूकि रुग्न । कर्मf ईश्झांछ इशशठ हहैवांब्र পর মহুরীজেলার শিবগঙ্গ লইয়া পোলিগারদিগের সহিত ইংরাজরাজের যে যুদ্ধ হয়, তাহাতে ইহারা ইংরাজপক্ষ অবলম্বনপূর্বক বিশেষ সহায়তা করিয়াছিলেন। ১৮•৩ খৃষ্টাব্দে তত্ত্বাবুররাজ প্রতাপসিংহ হইতে প্রাপ্ত কিলনেল্পীজেলা ও তুর্গ পাইবার আশায় পুদুকোট্টাইরজি ইংরাজ গবর্মেন্টের নিকট আবেদন করেন। কর্ণেল ব্রেথওয়েট, জেনারল কুট ও লর্ড মেকটনের সহিত যুদ্ধে সহায়তা করার জন্ত মাত্রাজ গবর্মেন্ট র্তাহার উক্ত আবেদন পূর্ণ করিয়াছিলেন। কিন্তু কথা রহিল, যদি রাজগণ ভবিষ্যতে প্রজাবর্গের উপর অত্যাচার করে, তাহা হইলে কোর্ট অব ডিরেক্টারের আদেশক্রমেই সম্পত্তি পুনরায় ইংরাজঅধিকারে আসিবে । বর্তমান রাজা রামচন্দ্র তোওমান বাহাদুর ইংরাজের নিকট ছইতে একখালি সনন্দ পান। তিনি স্বরাজ্য মধ্যে স্বাধীনভাবে কৰ্ম্ম করিতে পারেন ; কিন্তু ইংরাজের মিত্ররূপে থাকিয়া ইংরাজরাজের পরামর্শাকুসারে কার্য্য করিতে বাধ্য। তাহার অধীনে ১২৬ পদাতিক, ২১টা অশ্বারোহী ও ৩২৬৯ জন মিলিসিয়া সৈন্ত আছে । এতদ্ভিন্ন অস্ত্রধারী রক্ষক ও পাহারাদার আছে। বংশানুক্রমে জ্যেষ্ঠপুত্রই রাজ্যাধিকার পাইয়া থাকেন। এখানকার রাজtয় দত্তক গ্রহণের ক্ষমত অtছে । ২ উক্ত সমিস্তরাজ্যের প্রধান নগর, অক্ষা" ২০*২৩' উঃ এবং দ্রাঘি’ ৭৮%১৫১% পুং।। নগরট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌধমালায় বিভূষিত । পুদুগুড়ি, মাম্রাজ প্রেসিডেন্সীর তিনেবেীজেলার অন্তর্গত একট নগর। তাম্রপণী নদীর দক্ষিণকুলে ঐবৈকুণ্ঠের অপর পারে অবস্থিত। এখানকার বিষ্ণুমন্দির বহুপ্রাচীন। কতকগুলি প্রস্তরনিৰ্ম্মিত প্রাচীন যুদ্ধান্ত্রের নিদর্শন এ স্থান হইতে পাওয়৷ গিয়াছে। শাণার জাতির বাসভূমিতে একটা বস্তুগাত্রে শিলালিপি থোদিত আছে।