পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরন্ধর [ 48ર ] পুরন্ধর “সমাংসমীন যদি পাকশাল সমাংসমীন দশ ধেনবঃ স্থা । পুরস্রস্তাবিষয়ং যদি স্থাৎ পুরনারস্তাপি পুরুং ন যাচে Wo ( উদ্ভট ) ( ক্লী ) ৩ চবিক, চলিত চই। (শব্দচ") ৪ মরিচ । (বৈসুকনি) এ জ্যেষ্ঠানক্ষত্র। ৬ বিষ্ণু (ভারত ১৬১৪৯৪৯) পুরন্দর, একজন প্রাচীন হিন্দুরাজা। ইনি মহাদেবের উপাসক এবং কৃপামুনির কুলজাত। মেধাবীর পর हेनि সিংহাসন লাভ করেন। (সহ্যাত্রি ৩৩৯৪ ) ২ বাঙ্গালার অন্তর্গত একটী ক্ষুদ্র নদী। পুরদরচাপ (গ) গুরুতে চাপ। ইন্দ্রের ধমুঃ । পুরন্দরদাস, কর্ণাটদেশবাসী একজন কবি। পুরন্দরপুরী (স্ত্রী) পূরদর পুরী। ইন্দ্রপুরী । পুরন্দরা (স্ত্রী) পুরং দারয়তি প্রবাহৈরিতি, দারি-খচ, ততষ্ট্রাপ্ত। গঙ্গা। (হারাবলী ) গঙ্গার প্রবাহে পুর বিদারিত হয়, এইজন্য পুরন্দর। শব্দে গঙ্গ। পুরন্ধর, বোম্বাই প্রদেশের পুণা জেলার অন্তর্গত একটা উপবিভাগ। ভূপরিমাণ ৪৭• বর্গ মাইল। সৰ্ব্বসমেত ১ট নগর ও ৯১ট গ্রাম ইহার অধীন। পৰ্ব্বতোপরিস্থ শাস্তবড় নগরই ইহার সদর । সহাদ্রির শাখায় উত্তরপূৰ্ব্বে ও দক্ষিণপশ্চিমে বিস্তৃত থাকায় সমগ্ৰ উপবিভাগটা উপত্যকাভূমিতে পরিণত হইয়াছে। ভীম ও নীর নামক নদীদ্বয় এবং কঢ়া ও গল্পোনী উছার মধ্য দিয়া প্রবাহিত। ঐ পৰ্ব্বতের ভিন্ন ভিন্ন শিখরে মলহরগড় এবং ভূলেশ্বর ও ধবলেশ্বর দেবমন্দির নিৰ্ম্মিত আছে। দক্ষিণদিশ্বর্তী শিখরশিরে পুরন্ধর ও উজীরগড় নামক দুর্গ মস্তকোত্তলন করিয়া দেশের গৌরব রক্ষা করিতেছে। নদীস্রোত ও নীরার জলের কল ব্যতীত চtলবাসের সুবিধার জন্য এখানে ১৬৭৭ টা কুপ আছে, ইহা ভিন্ন ২৮-টা কুপের জল পানের উপযোগী। এখানে ইক্ষু হইতে যে দেশী চিনি প্রস্তুত হয়, তাহ অত্যুৎকৃষ্ট। এরূপ স্বমিষ্ট চিনি প্রস্তুত করিবার জন্ত ইক্ষুজীবিগণ প্রায় ১৮ মাস কাল ইক্ষুদও ক্ষেত্রে রাখিয় তাহার পাট করে। যেহেতু হতাদর করিলে শীঘ্রই উহাতে পোকা লাগা সম্ভব। সমুদ্রপৃষ্ঠ হইতে উচ্চ স্তরে অবস্থান, নিরবচ্ছিন্ন জলসংস্থাপন এবং জলময় পাৰ্ব্বত্য উপত্যকাদির অধিষ্ঠান হেতু এই স্থান সমগ্র জেলার মধ্যে অতীব মনোরম এবং সৰ্ব্বাপেক্ষ। স্বাস্থ্যকর । ২ উক্ত পুরষ্কর ও উজীরগড় কেল্লাধিষ্ঠিত স্থান। মহা রাষ্ট্রাধিকারকালে এই দুর্গ মধ্যে মরাঠাসৈন্ত দেশরক্ষায় নিযুক্ত থাকিত। বর্তমান ইংরাজ রাজত্বে ঐ দুর্গ ইংরাজসৈন্তদিগের স্বাস্থ্যনিবাসে পরিণত হইয়াছে। সমুদ্রপৃষ্ঠ হইতে এই স্থান ৪৪৭২ ফিটু এবং তথাকার সমতল ক্ষেত্র হইতে ২৫৬৬ কিটু উচ্চ। sa st ه *ff۹۹s ؟ ای : ماهه به لا با ۴۲۰ چ পূৰ্ব্বোক্ত দুৰ্গদ্বয়ের মধ্যে পুরষ্করই সমধিক বিখ্যাত । দুর্গপ্রাকার স্থানে স্থানে ভগ্ন হওয়ায় পৰ্ব্বতগাত্রেই ইতস্ততঃ বিক্ষিপ্ত ब्रश्छिांtझ् । शूद्रकब्र १6रउब्र झहेौ ठूज़ । ॐशग्न जारीफ़ निश्वtद्र भशंप्लवमगिग्न ७धडिछैिठ ५१९ ५हे अशtश्वहे शूद्रकद्र দুর্গের উচ্চতম অংশ স্থাপিত। মন্দির হইতে ৩০ • ফিটু নিম্নে উত্তরদিকৃস্থ পৰ্ব্বতগাত্রে সরল সোপানসদৃশ ভূমি । এই সুবিস্তৃত সমতল স্থানে সেনাদিগের ছাউনী আছে। ইহার পূৰ্ব্বদিকে সৈন্যগণের বাসভবন এবং পশ্চিমভাগে পীড়িত সেনাবৃন্দের আরোগ্যমন্দির। শত্ৰুহন্ত হইতে দেশ রক্ষা করিবার জন্তু ইহার উত্তরভাগ প্রাচীরপরিবেষ্টিত এবং বুরুজ-পরিশোভিত। ভারদেশের দুই পাশ্বেই ‘বুরুজ আছে । সোপানস্তরের কেল্লা ‘মাচি নামে অভিহিত। একটু ঘুরিয়া গেলে দিল্লী’ দ্বার পাওয়া যায় । উহার ঠিক সন্মুখেই বুরুজ বিদ্যমান অাছে। এতদ্ভিন্ন খন্দা দরজা, চোরদিওী দরজা, গণেশদ্বার এবং ‘বাবৃতা’ বা পতাকা বুরুজ, ফতেবুরুজ, কোঙ্কণী বুরুজ, হাতী ও শেওঁীবুরুজ নামে কএকট প্রধান বুরুজ আছে। ১৬৪৯ খৃঃ অবো, শিবাজীর পিতা শাহজী গণেশ-দরজার নিকটবৰ্ত্তা একটী ক্ষুদ্রঘরে মাহ্মঘ কর্তৃক কারাবদ্ধ হইয়াছিলেন। পতাকাবুরুজের সন্নিকটে আবাজি পুরন্দরের প্রাসাদ ও সাহ নিৰ্ম্মিত রাজবাড়ী দেখিতে পাওয়া যায়। মাচি-সোপানস্তর হইতে অবতরণ করিয়া পতাকা-বুরুজের নিম্নদেশে ভৈরব-দরজ ও সৰ্ব্বনিম্নে বিনি-স্বার বর্তমান আছে। এখানে মহারাষ্ট্র সেনানী fafartoto (Quarter-master General) অট্টালিকা ছিল, এখন তৎপরিবর্তে কেবল একটা সুবৃহৎ বাঙ্গালা রহিয়াছে। আলাউদ্দীন হোসন গঙ্গ বাহ্মণীর রাজত্ব সময় হইতেই পুরন্ধর দুর্গের উল্লেখ পাওয়া যায়। উক্ত মুসলমানরাজ কাবেরী নদী হইতে পুরন্ধরগিরিমাল পর্যন্ত বিস্তৃত মহারাষ্ট্রক্ষেত্র আপনার অধিকারভুক্ত করিয়া ১৩৫০ খৃঃ অবে পুরন্ধর দুর্গপরিখা ও প্রাকারাদি দ্বারা মুরক্ষিত করেন। ১৩৮৪ খৃঃ অব্দে বান্ধীরাজ ১ম মাক্ষর কর্তৃক ইহার জীর্ণসংস্কার ও স্থানে স্থানে বুরুজ পরিশোভিত হয়। ১৪৮৬ খৃঃ অন্ধে নিজামশাহীরাজ আহ্মদ এই দুর্গ অধিকার করিয়া লন। প্রায় শতাব্দী পর্যন্ত এইস্থান নিজামশাহীদিগের অধীনে থাকে।*

  • শেষ্ঠী বুরুজ নির্মাণের সময় কএক ৰায় ভাঙ্গিয় যায়। तिन्नग्नब्रांछ নিশাযোগে স্বপ্ন দেখিলেন যে, কাহার জ্যেষ্ঠপুত্র ও পুত্রবধুকে ঐ স্থানে না भूडिप्ल बूब्रज कश्वनश् भाज़ श्रेष्व म। ७३ जांड বিশ্বাসের বশীভূত হইয়৷ সেই রাজা প্রাতঃকালেই ইসাঙ্গী-নায়কীকে ডাকাইলেন,