পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৭৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রাম, নদিয়ালের ২ ক্রোশ উত্তরে অবস্থিত । এখানে বিজয়নগরে অচ্যুতরায়ের রাজাকালে ১৪৫৫ শকে নাগলিঙ্গেশ্বর মনির নির্মিত হয়। পুলিয়ামগুড়ি,আগ্রাজের ভিন্নেবেলি জেলার নারায়ণ-কোবিল তালুকের অন্তর্গত একটী নগর। অক্ষা” ৯° ১• ৫০° উঃ দ্রাবি" ৭৬২৬১৫' পূঃ । পুরাতন মদুর রাস্তার ধারে ত্রবৈকুণ্ঠের নিকট অবস্থিত। এখানে প্রায় মাটহাজার লোকের বাস । এখানে অতি প্রাচীন বিষ্ণুমন্দির আছে, তন্মধ্যে তাম্রশাসন e স্থলপুরাণ দৃষ্ট হয় । পুলিয়ার, দক্ষিণাপথের পাৰ্ব্বত্যজাতিভেদ । মছুল্লাজেলার পালনী নামক পাহাড়েই বহুসংখ্যক লোক দেখা যায়। ইহাদের অলস্থ অতি ঘৃণা ও শোচনীয় । এমন কি কোরবার নামক অসভ্যজাতির নিকট ও ইহার দাসত্ব করিয়া থাকে। এরূপ নি কৃষ্ট অবস্থা হইলেও অশ্চির্যোর বিষয় যে ইহার কোরপর প্রভৃতি নীচজুতির দেবপূজক ও চিকিৎসকের কার্য করিয়া থাকে। কারণ ইহারাই কেবল নানাবিধ গাছগাছড়। চিনে, ও বহুদেবতার তৃপ্তির জন্ত মস্ত্রোচচারণ করে । কোরবরদিগের কেহ পীড়িত হইলে অবিলম্বে পলিয়ারকে সংবাদ দেয়। পলিয়ার আসিয়া শাক বা মূল ঔষধ স্বরূপ প্রয়োগ করে ; কখন বা মন্ত্রোচারণপূৰ্ব্বক রোগীকে ঝাড়াইয় দেয় । ইহার শাস্ত, শিষ্ট, নম্র প্রকৃতি ও অতিশয় মৃগয়াপ্রিয়, বিষ প্রয়েtগে বা সুতীক্ষ্ণ তীর প্রয়োগে অনেক সময়েই ব্যাঘ্ৰ নিপাতিত করে। ইঙ্গর ভূতপ্রেতের উপাসক ও স পৰ্ভুক্ । কেহ একটী র অধিক বিবাহ করিতে পারে না । রাণী নামক শস্য পচাইয় যে মদ্য প্রস্তুত হয়, তাহাই এই সকল জাতির অতি প্রিয়তম পানীয় । পুলিরিক (পুং ) সৰ্প । ( শপার্ণব ) পুলিবলম, মাদ্রাজের উত্তর আর্কট জেলার তস্তর্গত একটী গ্রাম, বাগাজাপেট হইতে ১২ মাইল উত্তরে অবস্থিত। এখানে চোলরাজপ্রতিষ্ঠিত একটা অতি প্রাচীন বিষ্ণুন্দিরের ধ্বংসা বশেষ পড়িয়া আছে । উভয়মন্দিরেই অতি প্রাচীন শিলালিপি উৎকীর্ণ অাছে । e পুলিবেন্দল, (আসল নাম পুলি-ম গুলম্ অর্থাৎ ব্যাস্ত্রাবাস ) যাদ্রাজ প্রদেশের কড়া জেগার অধীন একটী তালুক বা মহকুমা ভূপরিযাৰ ৭.১ বর্গমাইল। লোকসংখ্য প্রায় এক লগ হইবে। এইস্থান পর্বতময়। এখানে সৰ্ব্বত্র জলের বন্দোবস্ত নাই। ইহার পশ্চিমাংস উৰ্ব্বর, তথায় বেশ তুলার চাষ হয় - পূৰ্ব্বাংশে পাপী নদী প্রবাহিত থাকায় জলের অভাব নাই। ইহার মধ্যবৰ্ত্তী স্থানে প্রধানতঃ ছোলা ও কার্প |[ १७१ ] পুলিশ, একজন প্রাচীন জ্যোতিগ্ৰন্থরচয়িত। পুলিশ இ সের চাষ হয়, এতদ্ভিন্ন ডাইল, নীল ও সরিষার চাষও দেখা शूग्न । هند খৃষ্টাব্দের পূর্বে এই স্থান পৌলিগাল্পদিগের অধিকারে ছিল । এখনও তাঁহাদিগের যত্নে মুক্তিকায় নিৰ্ম্মিত ও পরিখাবিশিষ্ট প্রাচীন তুর্গাদির ভগ্নাবশেষ এবং এই সকল ফুর্গমধ্যে গোলাগুলি নিক্ষেপের জন্ঠ ছিদ্র দৃষ্ট হয় । ১৮৮৩ খৃষ্টাবো এই তালুকে ছুইটী ফৌজদারী আদালত ও ১•ট থান স্থাপিত হয় । রাজস্ব ১৮২৫২০ টাকা । ২ উক্ত তালুকের প্রধান নগর । কড়ঞ্জা হইতে ৩৯ মাইল পশ্চিমে অবস্থিত । এখানে কোম্পানীর বাগান ও ডাকঘর আছে। এই মগরের দেড় মাইল পশ্চিমে রঙ্গনাথস্বামীর প্রাচীন মন্দির অবস্থিত । প্রবাদ এইরূপ, রঙ্গনাথের স্বয়ষ্ণুমুর্তি পুৰ্ব্বতন যুগে প্রাঞ্চুভূত হইয়াছিলেন। এখানকার স্থলপুরাণে রঙ্গনাথস্বামীর মাহাত্ম্য বিস্তৃতভাবে বর্ণিত আছে । মন্দিরের অদূরে একটা পোলিগায়-দুর্গের ভগ্নাবশেষ দৃষ্ট হয় । ३ङ्गो इििक्ष्म যে পঞ্চলিব্ধান্তের উল্লেগ করিয়াছেন, তন্মধ্যে এই পুলিশরচিত ‘পোলিশসিদ্ধান্ত’ এক খানি ।১ অল-বেয়ী ইহাকে পলস্ অল যুলানি’ অর্থাৎ গ্রীক পলস্ নামে উল্লেখ করিয়াছেন । তাহার মতে—পুলিশ সৈন্ত্র অর্থাৎ অttলক্সক্রিয়াবাসী ছিলেন । জৰ্ম্মণ অধ্যাপক বেবীয় (Weber) অলবেরুŝño «{.li qtė fazi *f*wtt&a, Paulus Alexuudrinus গ্ৰীক ভাযায় রচিত Eisagoge নামক গ্রন্থ সংস্কৃত ভাষার পৌলিশ-সিন্ধান্ত নামে বর্ণিত হইয়াছে । এখন মূল পোলিশ-সিদ্ধাস্ত সম্পূর্ণ পাওয়া যায় না । অলবেরুণী ব্রহ্মসিদ্ধান্ত ও পোলিশসিদ্ধান্ত দেখিয়া হিন্দুজ্যোতিব সঙ্গন্ধে যথেষ্ট অtলোচনা করিয়া গিয়াছেন । ভট্টোৎপল ও বলভদ্র পেশিশসিদ্ধান্ত হইতে বচন উদ্ধৃত করিয়া গিয়াছেন । ব্রহ্ম গুপ্ত পুলিশের নামোল্লেখ করিয়াছেন এবং বরা মিহিরের পঞ্চসিদ্ধান্তিকায় পোলিশ-সিদ্ধান্তের বিষয় আলোচিত হইয়াছে । রাজ রাজেন্দ্রলাল প্রভৃতি প্রত্নতত্ত্ববিদগণ পুলিশকে ইজিপ্টবাসী বলিয়। স্থির করিয়াছেন, কিন্তু আল-বেরুণীর আলোচনা ও পঞ্চসিদ্ধাম্ভিক পাঠ করিলে পুলিশকে আমরা গ্ৰীক জ্যোতিৰ্বিদ বলিয়। গ্রহণ করিতে পারি না। ব্ৰঙ্গ গুপ্ত, বরাহমিহির, ভট্টোৎপল ও বলভদ্র প্রভূতি জ্যোতির্বিদগণ পোলিশসিদ্ধান্তের কথা লিখিলেও কেহই পুলিশকে ‘যবন' (১) “তত্র গ্রহগণিতে পোলিশরোমক বাসিষ্ট-লেীয়-পৈতামহুৰু পঞ্চস্বেতেষু সিদ্ধান্তে" ( বরাহমিহির-বৃহৎসং)