পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সৰ্গ । S& SAASAASAASAASAASAASAASAASAAAS বীরবৃন্দ, ক্ষতাহত যত, আভ্রাণিলা মহৌষধ যে যার শিবিরে। এইরূপে বিগত ত্রিবাম এবে । মলয়পবন বহি ধীরে ধীরে, সৌর-বিভা-বরে ল’য়ে বিভীবরশেষে, দেখাইছে, স্বীয়-বংশকীৰ্ত্তিস্তম্ভ স্বভাতৃবৎসল ভাতৃদ্বয়ে, মন্দে মনেদ নিবেদিয়া দারুণ বারতা । স্বভাবে স্থতেজ-পূর্ণ বিভা ভাস্করের, শুনি সে কাহিনা যেন পাণ্ডুবর্ণ হয়ে হইলেন তেজোহীন । কতক্ষণে ঋক্ষপতি, কহিলেন করজোড়ে রাঘবের পদে–“রঘুনাথ, লঙ্ক করায়ন্ত তব । কিন্তু পুত্ৰশোকে অধীর রাক্ষসপতি অচিরে আসিবে ধাই’ মহাহবে আজি । সন্দেহ না কর তাহে । দেবদৈত্যজয়ী রক্ষেন্দ্র, কখনো নাহি সহিবে নীরবে হেন মৰ্ম্মপীড়া, প্ৰভু ! উচিত এখন মহাবুহ রচি রহ মহাবলে বলী সশস্ত্র। বাজিবে তুমুল যুণ রজনীপ্রভাতে, যেমতি কুতে বাজিল ভয়াল