পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 রাঘব-বিজয় কাব্য । SAASAASAASAASAASAASAASAASAASMSJAeMJS হেন”—এতেক কহিয়া ছিন্নতার-বীণাসম নীরব সরমা, হায়, স্মরি পুত্ৰ তরণীর নিধনের দিনে ; অধীর হৈলা দেবী অশোকবাসিনী যবে আজিকার মত । পুনঃ সীমস্তিনী কহিতে লাগিল৷ রুদ্ধ গদগদ স্বরে—“উষার সম্মুখে রবির প্রথম বিভা আইলে এ পুরে দুতীসম কহিবারে আগম-বারত, ভেটিমু বসুধাস্বত, কাননের মাঝে ভ্ৰমিছেন একাকিনী । দূরে চেড়ীদল তন্দ্রামগ্ন হ'য়ে সবে রয়েছে পড়িয় । শুষ্কপত্র-পত্রিণীর অঙ্ক হ’তে খসি পড়েছে কুসুমরাজি স্বর্ণশিলাতলে, প্রভাত-শিশির-অশ্র ঝরিছে নীরবে ;– সেই স্থানে বসি দেবী মুছা'য়ে যতনে বন্ধল-অঞ্চলে তার নীরবিন্দু যত, কহিছেন সকাতরে—“হায়, লে৷ ব্ৰততি, বসুধানন্দিনী আমি ;–বিধিবিড়ম্বনে নিরানন্দ করি, যথা করি পদার্পণ । ছায়া-পরশনে মোর শুখায় সুহাসি,