পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ। ఆ জানিবে নিশ্চয় আছে জড়িত এ সহ । র্তেই কহি, অশোক লঙ্কারে কর ; ফিরি দেহ অশোকবাসিনী। নাহি গ্লানি তাহে বিন্দুমাত্র । জীবকুল সতত স্থলনশীল স্বভাবের বশে । কি লাঘব তাহে ? পতনের কলঙ্ক হইতে শতশত গৌরব তাহার, মুহূর্তে যে মহামতি উঠেন আবার বিজ্ঞতর । অন্ধকার ভ্ৰমে স্বতষ্ট আবৃত জীব ; কিন্তু যেই জ্ঞানী, সেই ভ্রান্তি অঙ্গীকার করি, নিজ অন্তরের তেজোবলে বিভাসিত করে সে আঁধার, হেরে দিব্য জ্যোতিৰ্ম্ময় চক্ষে চরাচর,—সে-ই ধন্য, সে-ই বলী, সে-ই সে নমস্ত, নাথ, কহিনু তোমারে, সত্যকথা । দেখ বিচারিয়া, এখনো সময় আছে, গ্রহ বাক্য যদি । ভ্রান্তি-মোচনের কখনও নহে অসময় । জান তুমি সব, প্রভু, কি আর কহিব ।” এত বলি অপেক্ষা করিতেছিলা রক্ষেীরাজবাণী,— হেনকালে বজ্ৰদংষ্ট্র নৃশংস রাক্ষস AAAAAA AAAA AAAA S SAAAAASA SAASAASAASAAAS