পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ } نگاری SeMeMAAASAAAAASA SAAAS MAJSJJJ SJJJS S S S S S S S S S S S S S S S S S S MMMSMMS এতদিন, বিচারছে তা'র পরে শুষ্ক পাদক্ষেপে ; কোন শাস্ত সমুচিত প্রায়শ্চিন্তু তা'র ? হইতাম যদি ছত্রপতি, অশোকবাসিনী-দেহ তিলমাত্র আর চিনিত না মুণ্ড তার ; দগুমাত্র কাল বহিত না স্কন্ধ তা'র মস্তকের ভার কোনমতে । রাবণের রিপু, এই দণ্ডে বুঝিত সে রাবণের প্রতিহিংসা কিবা । রক্তসিন্ধু উথলিল যেবা এই পুরে, তার তুলনায় এ ত মসীবিন্দুপাত । তথাপিও তুমি, মন্ত্রিবর, ধীরভাবে দিতেছ মন্ত্রণ আজি যন্ত্রণা-অধীর রক্ষেীরাজে, ‘ফিরি দিতে অশোকবাসিনী ? এ জল্পন, মূৰ্খ আমি, না পারি বুঝতে । পারবেন বুঝিবারে ইন্দ্রজিৎ-পিত নৈকষেয় । উচিত যে কারবেন গণি ।” “উচিত ? বুঝয়া দেখ, অনুচিত কোন্‌ কাৰ্য্য আছে এইস্থলে ?” কহিলা রাবণ রুষি। “মুহূৰ্ত্ত বিজয়মুখ কভু নাহি দিব ভুঞ্জিবারে নরযুগে স্বনিশ্চয়