পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সৰ্গ । পুনঃ স্পর্শিল ললাটে, কররাহ-অগ্রভাগে । বিদলিত-ফণ ফণীধর যথা স্বননে বিষম ক্রুদ্ধ প্রতিহিংসাভরে, কহিলা রক্ষসাধিপ সম্বোধি সৈনিকে ক্ষোভে, রোষে, রুষ্টভাষা—“জান, হে সৈনিকবৃন্দ, কঠোর তপস্যা করি পুরাকালে, লভিনু স্বয়স্তু হ'তে দিবা-অস্ত্র-সহ অব্যর্থ, অমোঘ বর। দেব, দৈত্য, যক্ষ, কিবা গন্ধৰ্ব্ব, কিন্নর,—নাহি সাধা, তিলমাত্র সহে সে অস্ত্রের তেজঃ, সদা-সিদ্ধকাম । সেই অস্ত্র ল’য়ে পূরাইব রণসাধ রাঘবের আজি। মুহূৰ্ত্তমাঝারে শতধা করিয়া খণ্ড দেহ অভাগার বিতরিব কাক, গৃধ্র, শৃগাল, কুকুরে, আর মাংসাহারী জীবে। পড়িলা সমরে রক্ষ বীরর্ষভ যত, তা সবার তরে করিব তৰ্পণ আজি নরের শোণিতে । পিতা, পুত্র, ভ্রাতা, জ্ঞাতি, হারাইলা যা’র, নিবাইব শোকবহ্নি সেই সবাকার বধিয়া রাঘবে, বধি’ সৌমিত্রি দুৰ্ম্মতি ।