পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঘব বিজয় কাব্য। לג'


حمایی تعمیمیر مینیم.

স্বর্গে, মর্তে, রসাতলে, সহায় যাহার দুৰ্গতি, সেই সবে পূর্ণাহুতি দিব আজি রণ-হোমানলে। নাহি সাধা, কালরণে রক্ষিত্রে আজিকে নবযুগে। খণ্ড খণ্ড করি, উড়াইব হরি-ঋক্ষ-নরসেনাদলে বিপক্ষের ; প্রভঞ্জন যথা উড়া ভূলার রাশি মুহূর্তে ফুৎকারে। তোমরা সকলে দেবদৈত্যজয়ী বীর, অখণ্ডগ্রতাপ, একদণ্ডে বিনাশিবে কোটি অনীকিনী! শোভিছে সু-উচ্চ শিরে বিজয়-পতাক-সম অৰ্ধ মাঙ্গলিক, শাভিয়াছে বরবপু উজ্জ্বল কবচ, মহাশয়, শাসন, ত্রিশূল, ফলক, ভীষণ ভীষণতর রণ-প্রহরণ করিয়াছে তোমা-সবে তেজস্বী অমোঘ ;– স্বভাবে তেজস্বী বহ্নি, দ্বিগুণ ইন্ধনে। কার সাধা অগ্রসর হইবারে আজি এ বিগ্রহে, বীরবৃন্দ, তব সন্নিধানে ? নিমেষে সমরে নাশি এ তুচ্ছ অররে ফিরি যাও মহোল্লাসে আপন আবাসে ; م.م.م.م. ---------