পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সর্গ। সময়—মধ্যাহ্ন ৷ বিশ্রামাগারে রাবণ ও শুক্রাচার্যা। উভয়ের কথোপকথন ; পূজা-স্বস্ত্যয়ন । রণবাৰ্ত্ত,—রাবণের যুদ্ধে গমন ; যুদ্ধ-লক্ষ্মণের শক্তিশেল । রাম-রাবণের সংগ্রাম । রাবণের যুচ্ছ ও লক্ষাপ্রবেশ। বিশ্রাম-আগারে বসি বিশ্বশ্ৰবা-সুত ; সম্মুখে আচার্য রক্ষ-কুলপুরোহিত ; কপালে ত্রিপুণ্ড-রেখা রক্তচন্দনের, গলে রুদ্রাক্ষের মালা, পরিধানে পটবস্ত্র, পট্টবস্ত্র-উত্তরীয় শোভে স্কন্ধদেশে । শুক্রাচার্য্য নীতিবিশারদ, মহাসুকৌশলী স্বকাৰ্য্যসাধনে ; তেজঃপূর্ণ প্রশান্ত মুরতি। কহিলা রাক্ষসপতি ;– “অসম্ভব, এত অলসের কুট তর্ক। অদৃষ্ট সত্যই যদি বিধাতা ফলের, বৃথা তবে অনুষ্ঠান। কি হেতু স্বতই