পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সর্গ సి? জড়াজড়ি করি, কপি-ঋক্ষ-পশুকুল রক্ষ-কুল সহ, পড়িল সমরে ভয়ংকর । যথা ভূকম্পনে পড়িলে শিখর, বাধসহ মৃগদল পড়ে ভূমিতলে । নিষ্ফল আয়ুধ হেরি, রোষে দশানন, তাম্রবর্ণ ধূমপূর্ণ লোচন বিস্ফারি' চাহিল! সৌমিত্রিপরে, দন্তে ওষ্ঠ কাটি কহিলা দুভিনাদে—“আর এক পল তুমি জীব ধরাতলে। দেখি এইবার রক্ষকুলাঙ্গার এই পরসেবী বীরে।” এত কহি বিভীষণে আক্রমিলা কৃষি । গৃধ্ৰুপক্ষযুত শরে বিধিলা তাহারে আপাদমস্তক জুড়ি। পৌলস্ত কাটিল পৌলস্তোর দেহদ্রম নিন্ত্রিংশ-আঘাতে। বাধিল বিষম রণ উভয় রাক্ষসে ; কড় বা রাবণ ক্ষত, কভু বিভীষণ । হেনকালে ঘোরদৰ্পে সৌমিত্রি হানিলা মণ্ডল-আকারে চক্র পৌলস্ত্যের শিরে । দারুণ আঘাতে চক্র আঘাতি রাক্ষসে ফিরিল লক্ষ্মণকরে মুহূৰ্ত্তমাঝারে।