পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృ00 রাঘব-বিজয় কাবা । S SS SS SSAS SSAS SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAMS কাদিলেন সৰ্ব্বসহ মহাসিন্ধুনাদে । লক্ষ্মণে পতিত হেরি রঘুনাথ ক্ষণ, শিহরি উঠিলা শূর ঘোর মৰ্ম্মাহত । সিংহসম একলম্ফে অগ্রসর হ'য়ে বক্ষ হ’তে শক্তিশেল লইল উপাড়ি, দ্বিধাখণ্ড । দণ্ডমাত্র ভ্রাতৃদেহ করি আলিঙ্গন, বিভীষণ, সুগ্ৰীব, সুষেণ, অঙ্গদ, অঞ্জনাস্বতে কহিলা সম্বোধি— “রক্ষ লক্ষ্মণের দেহ মুহূৰ্ত্ত এখন বীরবৃন্দ ; নিরানন্দ হয়ে না তোমরা । এ নহে সময় আক্ষেপের । এতদিনে পূৰ্বাইব চিরসাধ বধি দুৰ্ম্মতিরে। যার তরে এত করি সাগর বাধিনু, আজি পাইয়াছি তারে এ ঘোর সমরে ; প্রতিজ্ঞাপালন আজি করিব এখনি ; রামের রামত্ব আজি করিব সফল ।” এত কহি কলধোঁত-ভূষিত শায়ক বজ্ৰসম নিক্ষেপিলা পোলস্তোর হৃদে, মৰ্ম্মাহত জর্জরিত করি দুৰ্ম্মতিরে । ছাড়িল রাবণ, নারাচ, মুঘল, হল,