পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o:R حب ،می میN-م\-م. রাঘব-বিজয় কাব্য । SS MMM SSS SSAAAASAASAASAASAASAASAASAAMAMSAMMS সৰ্ব্বত্র আলোড়ি যেন ক্ষিপ্রপাদক্ষেপে, রামময় রণভূমি হইয়া উঠিল। যেথায় রাবণ হেরে, রামময় শুধু তিলেক না অন্ত যোধ নেহারে লোচনে । পড়িছে অসংখ্য চমু রক্ষিসের দলে ; হাহাকার-কোলাহল উঠিছে গগনে ; না হেরে ঘাতকে রক্ষ, হেরে সেনাক্ষয় ; নিদাঘের সরোবরে বারিক্ষয় যথা । সহসা বিমল শক্তি সৌরকর-সম,— তেজঃপূর্ণ, জালাময়, অব্যৰ্থ আয়ুধ,— পড়িল রক্ষের মুণ্ডে ভৈরব-নিনাদে । পড়ে যথা শৃঙ্গবর শৃঙ্গধরদেহে" বজ তারে কাটি যবে পাড়ে ঘোর-রবে ; কিংবা যথা উপগ্রহ কক্ষচ্যুত হ’লে পড়ে তেজোহীন কভু গ্রহের উপরে ; অচেতন রথ’পরে পড়িলা তেমনি দশানন, হতবল সে অস্ত্রপীড়নে, ভিন্ন চৰ্ম্ম, ছিন্ন বৰ্ম্ম, গতজীব-সম | অমনি সারথি রথ রণভূমি হতে চালাইলা দ্রুতগতি রক্ষেীরাজে লয়ে ।