পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সৰ্গ । সময়—সন্ধা । পাতালপুরী, ভূগৰ্ব-বৰ্ণন। রক্ষচরের পাতালপ্রবেশ। জীবের দুঃখভোগ। রক্ষচরের মহীরাবণপুরে প্রবেশ ও মহীরাবণসহ লঙ্কায় প্রত্যাবৰ্ত্তন। চক্রগতি নামে চর অতি বিচক্ষণ বিখ্যাত মায়াবী রক্ষ, ক্ষিতিপৃষ্ঠ ভেদি’ নামিতে লাগিলা ক্রমে রসাতলপুরে। স্তরে স্তরে ক্রমে অধঃ-অধোগামী হ'য়ে যতই নামিলা দূত, হেরিলা আঁধারে,— সজ্জিত প্রথম স্তরে বালুময় ক্ষিত, কোথা চূর্ণ, কোথা পূর্ণ, কোথা কৰ্দ্দমিত, গাঢ়কৃষ্ণ, কঠিন, পিচ্ছিল । ইতস্তত: নরশির, উরু, বাহু, কঙ্কাল ভীষণ, গজ, অশ্ব, শূন্তচর বিহগের হাড় পুঞ্জীকৃত স্থানে স্থানে। কোথা সরীসৃপ, মহাকায়, ক্ষুদ্রকায় মীনরাজি কোথা ;–