পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

90 রাঘব-বিজয় কাব্য । মায়াবল, ইন্দ্রজাল, কপট কুহক, ভীরুর চির-সম্বল, শিখে নাই কভু । এ রোগের প্রতিকার, কহ, কি ঔষধে ? বেইমত বাধি, বিধি হ’লে সেইমত, সতত সুফল তাহে হয় এ জগতে । দেখ বৎস, বিচারিয়া এ সঙ্কট দিনে । রক্ষোবংশ-অবতংস স্বধীশ্রেষ্ঠ তুমি, তব মাতৃভূমি বেড়ে বৰ্ব্বরের দলে ? মঙুকে বেষ্টিত কালসৰ্পের বিবর ? বেষ্টিয়াছে কাকোদর গরুড়ের নীড়ে ? কেমনে সহিবে তুমি, কহ, বীরমণি ? সপিলু তোমার করে লঙ্ক অভাগিনী ;— এ বংশের কীৰ্ত্তিভাতি, মহিমা, প্রতাপ, জাগাও ত্রিলোকমাঝে বিজয়গৌরবে। " বধ অরি, অরিত্রাস, পার যে কৌশলে ।” কহিতে কহিতে রক্ষ, গুহাবদ্ধ-বায়ুবেগে শৃঙ্গধর যথা, আপাদমস্তকে যেন লাগিলা কঁাপিতে । নীরব হুইলা অকস্মাৎ, ছিন্নচৰ্ম্ম পটহ যেমতি । ঝরে জালাময়ী উল্কা আকাশে যেমন,