পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 R م- ه. سهیمخصیتهای مخیریهای خیریه রাঘব-বিজয় কাবা । SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASJSMSMSMMSMSMSMMAJSS S SSS SSAAASAAAS যাচিতেছে প্রতিশোধ ভ্রাতৃ-করতলে । রাবণের সুতে বধি, বধি ইন্দ্রজিতে, এখনে জীবিছে হায় নর বনবাসী ? তব পিতৃদ্বষাদেহে, হে কুমার মহী, করি অস্ত্রাঘাত,হায়, নিদ্রা যায় সুখে বনচর নরকীট অনুচর সহ ? কি কহিব, পরক্রাস, সহিতে যদি ০ পার পিতা-পুত্রে দোহে, নিকষা কখনো ভূলিবে না কোনমতে এ হেন লাঞ্ছনা । তিলমাত্র বাজ কভু করিত না আর । একাকিনী আসিকরে ভীম -ভীমাসম নাশি রিপুচয়ে রণে দেখাত জগতে রক্ষ্যেবংশে কি প্রতাপ অবলার ভূজে । কিন্তু সংবরিছি সেই তৃষা অন্তরের— কিহেতু ? শুনিবে তুমি ? পিত, পুত্র, উভে দেবদৈত্যরণজয়ী, পরবীরনাশী, অমর বিধির বরে, থাকিতে অক্ষত্র, যদি যাই রণস্থলে,—ঘোষিবে জগৎ এ কলঙ্ক উভয়ের চিরদিনতরে । নীরব নিকষা তাই রয়েছে এখনো ।