পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ンW。 রাঘব-বিজয় কাবা । চিত্ত তেজোহীন তব ; তাই নানা শঙ্ক৷ মনে হয় সমুদিত। কিন্তু জ্ঞানজেষ্ঠ, মুনী, এই রহ্মপুরে বছদশী ভূমি। তব পরামর্শ তাই আদর্শ সতত। কিন্তু, কোথা দৈবশক্তি এবে ? দেবগণ সহ দেহিগণ স্বতই কি পরাভূত জীবনসংগ্রামে ? দেবগণ মন্ত্রাধীন, সৰ্ব্বশাস্ত্র তারস্বরে কহে না কি ইহা ? কি সে মন্ত্র? যোগবল বাৰ্থ কি জগতে ? বাহুবলে, হে ধীমান, নিষ্ফল যে ক্রিয়, হয় না কি যোগে সিদ্ধ ? মায়াবল, কত, নহে কি অমোঘ বল ? নতুবা কেমনে, ভুবনবিজয়ী বীর এই বংশে যত একে একে নররণে নিহত সকলে ? প্রত্যক্ষ, হে রক্ষশ্রেষ্ঠ চক্ষে দেখিতেছ মায়াবল, বাহুবল পরাভূত তাহে। মানি আমি কার্যায়ন্ত ফল সে দেহীর। কিন্তু সে কি ইহজন্মজাত ? এ জীবন, অনন্তু জীবনরাজ্যে এই কি প্রথম, এই কি হইল শেষ ? তাই কহি তোমা,