পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8"לכי রাঘব-বিজয় কাব্য যুগে সম্বোধি কুমার, কহিলা অজ্ঞাতে যেন—“এবার দেখিব, কেমনে লাঞ্ছনা তুমি দেও রক্ষেরাজে আর ” পরিচরে নিশাচর কহিলা আমনি—“যথশাস্ত্রবিধি, শীঘ্র আয়োজন কর, চণ্ডিকার মহাপূজা ষোড়শ-বিধানে।” মুহূৰ্ত্তেকে, বীরাচারে আয়োজন হইল পূজার , হেথায় বিলম্ব হেরি দ্বারদেশে হনু ভাবিতে লাগিলা মনে—“কিহেতু এতেক বিলম্বেন বিভীষণ । কতক্ষণ রক্ষোবর গেলেন হেরিতে,–কিভাবে লক্ষ্মণ সহ বিরাজে নৃমণি । কেন এত বাজ র্তা’র ?” সেই দণ্ডে বিভীষণ ভ্ৰমি নানা দ্বারে, কোদণ্ড টঙ্কারি বীর, দেখা দিলা আসি, যথায় বিরাজে হমু উৎসুকঅন্তরে । সুধিলা পাবনি—“কহ, কিহেতু বিলম্ব এত, রক্ষচূড়ামণি ? কেমন আছেন রঘুনাথ ? জাগ্ৰত কি নিদ্রিত নৃমণি, লক্ষ্মণ কেমন?” “কেমনে, বলী, বলিব বারত আমি, কহ তা’ আমারে ।