পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সৰ্গ । డిసెలి A SASAM SAMMeMAAAS SASAAAAMSJAMJSAMMSAMASAS A SAS SSAS SSASJJMAMAAAS AAAA S S S S যত,—আজি সবে হইল নিহত । হায়, আজি মোর সর্বস্ব ডুবিল। এ বিস্তীর্ণ ধরাতলে, তিলমাত্র স্থান মোর নাহি দাড়াইতে । অনন্ত-ব্রহ্মাণ্ড-মাঝে, বিন্দুমাত্র রন্ধ মোর নাহিক পশিতে আর । হা শঙ্কর, এই কি তোমার ইচ্ছা !” এই ভাবে আক্ষেপিলা রক্ষেীরাজানুজ, রঘু ভক্ত বায়ুপুত্র সহ। চিন্তি ক্ষণকাল চলিলেন ভ্রান্ত যুগ, বিজ্ঞ ঋক্ষপতিকাছে কহিতে বারত । সুধী জাম্ববান অম্বনিধি-সম স্থির, শুনি সে কাহিনী অজ্ঞান শিশুর সম রহিলেন ক্ষণ, নীরব-নিম্পন্দ-ভাবে ; উষ্ণ অশ্রু বিন্দু বিন্দু পড়িল উরসে, অজ্ঞাতে মুহূর্তে পুনঃ লভিয়া চেতনা, গভীর নিশ্বাস ছাড়ি, হৃদয়ের গুরুভারমুক্ত হয়ে যেন, সম্বোধি উভয়ে, কহিল ধীমান্‌ ধীর সারগর্ভ ভাষ—“হায় রক্ষশ্রেষ্ঠ, পবনকুমার, কিবা নাহি জান উভে ; এ বৃথা বিলাপ আজি সাজে কি তোমারে, `ථ