পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sసెఱ রাঘব-বিজয় কাবা । উচিত সে বীরে, সন্ধানেন রঘুপতি শ্রীরামলক্ষণে, ধরাগর্ভে। এই ধরাতলে, কোন কাৰ্য আছে হেন, বীৰ্য্যবান্‌ সুকৌশলী পবনকুমার, যাহে নাহি উদ্ধারিবে নিমেষমাকারে, অনায়াসে ? র্তেই কহি প্রের হনুমানে—কটকের মাঝে রটিবে এ শুভবাৰ্ত্তা, রসাতলে নাশিতে রাবণস্থতে গতি রাঘবের, অনুজ লক্ষ্মণ সহ, প্রাক্তন বিধানে । এখনি ফিরিবে দোহে বধিয়া মহীরে বিজয়ী সমরদৰ্পে কপিশ্রেষ্ঠ সহ ।” শুনি ঋক্ষপতিবাণী রক্ষোর জানুজ, অন্ধ নেত্ৰ পায় যথা, চাহিলী উল্লাসে ;– হষ্টল এ যুক্তি স্থির, সঙ্গত মন্ত্রণ " সহর্ষ অটবানর বীরর্ষভ এবে গণিলেন নিজভাগ্য । তা'র ভুজবলে উদ্ধার হ'বেন আজ, ব্ৰহ্মাণ্ড-উদ্ধার হয় যার পদরজে। দ্রুত বৃহপতিপদে বরিলা সকলে মিত্রবরে, আজিকার রণে ; প্রভুর অভাবে, মণ্ডলেশ