পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম সর্গ శిరి-- ঘণ্ট-রোল। উষ্ণ শ্বাস ধূপধুম ; নেত্র দীপরূপে ; প্রেম পুষ্প, সুচন্দন প্রেমসম্ভাষণ, নৈবেদ্য এ দেহ ;–পঞ্চ উপচারে হেন পঞ্চশর-পুঞ্জ ; তুমি দেবীমূৰ্ত্তি, অধিষ্ঠাত্রী হৃদয়মন্দিরে ;–কভু কি নিষ্ফল এ ভজন ? দেহ অমুমতি দাসে, ভক্তিভরে করি আয়োজন যথাবিধি, বিলম্ব না সহে । তব ভক্ত নরযুগ গত আজি রণে ; নবীন-সেবকপদ তাই যাচি আমি । অপরাধ যত ক্ষম কর দয়া করি, দয়াবতী তুমি । সেই জনস্থান হ’তে তুলিয়ু যখন ও কুসুম ; দেখ মনে করি, কতমতে সাধনু তোমারে, (উৰ্ব্বশীরে পুরাকালে পুরূরবী যথা ), ত্যজিয়া সে হীনবল অল্পায়ু মানবে, বরিতে লঙ্কেশে সুখে প্রেম-আলিঙ্গনে । কিন্তু কি যে মতিভ্রম উপজিল তব ;–আজি দেখ, গতজীব বনচর নরযুগ চিরদিনতরে। এবে সু-সময় তব | সাজে কি তোমারে