পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম সগ ই ১৫ স্নেহময়ী ভাৰ্য্যা তব, স্মর একবার । স্মর তার পতিভক্তি, তব পরিণাম । এ কল্পে নিবৃত্ত হও । নতুবা কহিনু,— অনুত নহে এ ভাষা,—গহন অরণ্যে শার্দুল শশকে যথা, তেমতি নিহত করবেন রঘুনাথ ও দেহ তোমার, ওই দৰ্প । একাকিনী পাইয়া আমারে অজ্ঞাতে ধরিয়াছিল পঞ্চবটীবনে,— রাঘবের ভয়ে প্রাণ ল’য়ে পলাইল৷ সাগরের পারে, কুকুর যেমতি ব্যাঘ্রভয়ে । কিন্তু এবে নাহিক নিস্তার স্তব । অচিরে নরেন্দ্র-কর-মুক্ত শরজালে হ’বে ধরাশায়ী তুমি ; দেহ তব গৃধ্ৰুসারমেয়-ভক্ষ্য হইবে এখনি । আর আত্মা ?--( আমি পারিব ক্ষমিতে তোম' )—কিন্তু জানেন ঈশ্বর, তার কি দশা হইবে। তাই কহি, তাজ পাপপথ, পরনারীলোভ। দয়ালু রাঘব, সেবকবৎসল, ক্ষমিবেন তোমা, কালে যদি পূত হও তুমি, নৈকষেয় ।” ঈষৎ হাসিয়া রুক্ষ