পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সর্গ ૨૨ જે কহিমু তোমারে। প্রতি উষাসমাগমে, যার পদ, দুই হস্তে লইতে মস্তকে, তা’র পদরজঃস্পর্শে এতই আক্রোশ উপজিল তব হৃদে ! দুৰ্ভাগ্য আমার, দুর্ভাগ্য মায়ের তব, দুর্ভাগ্য লঙ্কার। দোষ যদি করে থাকি, অতল বিস্মৃতিজলে পার নাকি প্রক্ষালিতে তা’রে ? নাচি যদি পার, হ০ অগ্রসর। জান তুমি, বিগ্রহে বিমুখ নহে অগ্রজ তোমার । ধর ধনু, হে সুধম্ব, কিংবা অসি, কিংবা গদা, যাহা ইচ্ছা, লও প্রহরণ । আও আসি নাশ কুলদেবে ; কুলের প্রদীপ তুমি, নিবাও প্রদীপে।” গুনিয় সে নীচ ভাষা, বিভীষণ কহিল সস্ত্রমে—“রক্ষেীরাজেশ্বর, নমস্ত আপনি ; সৰ্ব্ব-অংশে কর্বুরকুলের গৰ্ব্ব । সাঙ্গবেদ, স্মৃতি, ইতিহাস, সৰ্ব্বশাস্ত্রে কৃতবিদ তুমি, রক্ষপতি। তুমি বহুদৰ্শী ; দেশ-কালপাত্র-বিশেষজ্ঞ । ধৰ্ম্মনীতি, রাজনীতি, অবিদিত নহে কিছু তোমার গোচরে ।