পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৮ রাঘব-বিজয় কাবা । ধাইছে পশ্চাতে তা’র। রক্ষসেনাদল উৰ্দ্ধশ্বাসে পালাইছে পুরী-অভিমুখে । দ্বিবিদ বিবিধ শরে দুৰ্দ্ধৰ্ষ দুৰ্দ্ধরে নিশাচরযুৰ্থ সহ নিপাতিছে রণে । একে একে রক্ষোদল পড়িছে সমরে, পড়ে যথা পঙ্কফল বৃন্ত হ’তে খসি গহন-অরণ্য-মাঝে তরুরাজশাখে । হ্রস্বকৰ্ণে, যুপাক্ষরাক্ষসে, স্বস্ব গুল্ম সহ, গবাক্ষ হর্যাক্ষবলে, কাটিয়াছে খণ্ডখণ্ড নিমেষমাঝারে । উথলিছে রণসিন্ধু , সফেণ-শোণিত-রাশি, উৰ্ম্মিমালাসম, বহিতেছে তীব্রবেগে সেই সিন্ধু-’পরে। রথ, অশ্ব, গজ, পদাতিক, কামুক, নারীচী, শূলী, ভাসিতেছে গতজীব-জলজীব-সম । গভীর নির্ঘোষে “জয় রাম, জয় সীতাপতি জয়” ধ্বনি উঠিছে আকাশে । মুষ্টিমেয় বলিশ্রেষ্ঠ কঙ্কশীর্ষ-বল ভ্ৰমিতেছে ইতস্ততঃ যমদূতসম, সংহারি সংগ্রামে রিপু, অদম্য বিক্রমে। অগণিত রক্ষচযু