পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R Blor রাঘব-বিজয় কাব্য । শিক্ষাগুরু তুমি। যাও ফিরি জানকীর কাছে ; দেখাৎ তাহারে, লভিলা যে চারু পুরস্কার তুমি, বিতরি সন্দেশ তা’র সুমঙ্গলময়।” মহাত্রাসে হতবুদ্ধি দূত, নিবেদিলা কাতরবচনে—“মূৰ্খ মোরা, হে রক্ষকেশরি, ভালমন কিছু নাহি জানি । অজ্ঞাতে যদ্যপি করে থাকি অপরাধ, নহে দোষী সজ্ঞানে কখন ! অথবা যদ্যপি ইচ্ছা তব, কর দণ্ড সমুচিত, যে হয় বাসনা । দীনজনে হেন সম্ভাষণ, প্রভু, বুঝিতে না পারি কোনহেতু । এ রহস্ত কিবা ” “যাও, রক্ষেীবর, রক্ষপতি পুরস্কারে তোমা, নাহি অবহেল’ । দোষ কিবা তব ? যাও চলে নির্ভয়-অস্তরে।” নমিলা রক্ষেত্রে দুঙ্গ স্তিমিতবদনে ; লভি পুরস্কার, চলি গেলা নিমেষমাঝারে । চিন্তিলা কৃতান্তজয়ী—“কল্পবৃক্ষশাখে শোভে মোক্ষফল যথা ভক্তিবৃন্ত হ’তে, তেমতি শোভিত মঞ্চ-মঠ-সৌধ-চুড়া-রূপ বুস্ত হ’তে