পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ সর্গ । ર૭b S S AAAAA AAAA AAAA AAAA AAAA SAS S S AAAAAAS AAASASAAMSMSMSMMSSASAS SSAS SSAS SSAS SSAS SSASASMSeS হেথায় মন্ত্রণাগৃহে সে উল্লাসনাদে চমকি জাগিলা রক্ষঃ, আত্মজ্ঞান হত । মলিন নীলিমাপূর্ণ বিশাল লোচন, শ্লথ দেহ, অবনত অক্ষিপত্রাবলী । গভীর নিশ্বসি শূর ক্ষণ মৌনভাবে রহিলেন শূন্তমনে । অমনি উঠিয়৷ ধীরে ধীরে চললেন মহিষীর গৃহে ; সিন্ধুমধ্যে ঝঞ্চহিত তরণী যেমন ভগ্ন-দেহে যায় তীরে বায়ু-অপগমে। ধীরে ধীরে বসি পাশ্বে বিমর্ষবচনে কহিল সম্বোধি’ পতি—“বার্থ, মন্দোদরি, ব্যর্থ আজি হইল সকলি । তব পুত্র সুকৌশলী, সুকৌশলবলে, লইলেন রসাতলে শ্রীরাম-লক্ষ্মণে ; ভাবিলাম মহামায়া পাতালপাসিনী, লইবেন বলিরূপে ভ্রাতৃযুগে আজি । কিন্তু বৃথা সে কল্পনা শুনিতেছি মহামহোল্লাস এবে রাঘবশিবিরে ৷ নিশ্চয় বুঝিনু, প্রত্যাগত ভ্রাতৃদ্বয় নিজ সেনাবাসে ; নিহত মহীরাবণ অরতি-তাড়নে ।