পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ সগ । *9> পঙ্কিল সে রণক্ষেত্র করুক যে পারে ;. আমি কভু যাইব না। দেখিব এখনি, কোন মূঢ় পারে মোরে আবার লইতে রণোদেশে। এ কি বীরধৰ্ম্ম ? মৃত্যু যদি এই রণে, মুক্তিলাভ কৰ্ভু নাহি হ'বে ; বরঞ্চ নিরয় ঘোর, নাহিক সন্দেহ । অত্যাচারী কামী রক্ষ, ডুবাইল লক্ষ লক্ষ রক্ষ-আত্মা অতল রেীরবে। আর না হ’ব সহায় " বিষম বাজিল বক্ষে এ বিতণ্ডী রাবণের আজি ৷ ইতস্ততঃ শত রক্ষোমুখে শুনি এইরূপ ভাষা দমিল অদম্য-হিয়া রক্ষেীরাজ আজি । শিলাময় কঠিন-কর্কশ অদ্রিপতি, অশ্রুসিক্ত হাহাকার শুনি জলদের আপনি তিতেন যথা সে অশ্রুসলিলে, সেক্টরূপ গলিল রক্ষেত্র-হিয়া । দীর্ঘশ্বাস ছাড়ি, আপনার অজ্ঞাতে যেন ব', চিন্তিলা বৈদেহী-হর—“সত্য যা’ কহিছে বীরবৃন্দ । এই ভগ্নপ্রাণ, নিরুদ্যম, অনিচ্ছা-সংযুক্ত অনাকিনী ল’য়ে, আজি