পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հեr8 রাঘব-বিজয় কাব্য নীরবে শুনেন যথা ভক্তি-সিক্ত-স্বদে, তেমতি আদিত্য-বংশ-অবতংস আজি একমনে ভক্তিভরে লাগিলা শুনিতে সে গম্ভীর মহাস্তব । স্নিগ্ধ করি দেহমন শান্ত আশানীরে, ধ্বনিল গগনে গাথা, অব্যয় অক্ষয় । “সৰ্ব্বদেবময়, আদি-অন্ত-মধ্য তুমি, স্বষ্টি-স্থিতি-লয়, দেবাসুর-নমস্কৃত, বিঘ্ন-বিনাশন, আতপী, মণ্ডলী তুমি মরীচিভূষণ। তুমি ব্রহ্ম, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি সত্ত্ব, তুমি রজঃ, তমঃ তমোহর । তুমি শক্তি, তুমি কাল, কালের আধার ; তোমার চরণে, পিতঃ, কোটি নমস্কার ॥ ১ । তুমি ক্ষিতি, অপ, তেজ, বায়ু তুমি, তুমি বোমরূপী ; তুমি রবি এ বিশ্বের স্বামী ; তুমি কবি, তুমি জ্ঞান, তুমিই জীবন। তুমি সৰ্ব্বভবোম্ভব, অনাদি কারণ। তুমি স্বক্ষ, তুমি স্থল, তুমি কেন্দ্রপতি, তুমি কৰ্ম্ম, তুমি হেতু, তুমি মুখ্যগতি,