পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ সর্গ। ഇ-ബങ്ങ 鲁 সময়—সায়হি । রাবণবধে বিভীষণের বিলাপ, রামচন্দ্রের প্রবেধিবাক্য। মনোদরীর আগমন ও বিলাপ। শ্রীরামচন্দ্রের আক্ষেপ ও জাম্ববানের সান্থন। রাবণের অস্তুেষ্টি। স্মৃতিচিহ্ন-নিৰ্মাণ । শুইলে চিরশয়নে সমর-শয্যায় নৈকষেয়, দূর হতে হেরি বিভীষণ ছুটি বসিলেন আসি ভ্রাতৃপাদমূলে। দরদর বহি অশ্রুধারা, পড়িতেছে অগ্রজের চরণসরোজে। দুই হস্তে দুই পদ ধরি, কাদিছে করুণস্বরে, বিলপি’ অনুজ আজি আগ্রজের তরে। “০-পদ-আঘাতে ভাই চরণ ছাড়িয়া আইনু চলিয়া আমি এ কটকমাঝে ; তাই মোর শোকে তুমি বিকল-হৃদয় আসিয়াছ বুঝি মোরে লইবার তরে অঙ্গে তুলি, লঙ্কেশ্বর ? তবে কেন, হায়,