পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి}8 রাঘব-বিজয় কাব্য SAASAASAASAASAASAASAAASeA AMeSeeeeS কঠিন-কর্কশ ভুই, জানিলাম আজি। নতুবা কি তিলমাত্র বিদীর্ণ না হয়ে পারিতি অখণ্ড তুই রহিতে এক্ষণে ? পতি-অনুগামী সতী ;–বৃথা কি এ কথা ? পূজিত ললনাকুল সতী বলি মোরে – আজি উপহাসমাত্র হইল সে কথা । হায় নাথ, জীবনে কখনো, কহ নাই কৃষ্টভাষা। স্বর্গ, মৰ্ত্ত, পাতালপ্রদেশে, যথায় যাইতে তুমি, লইতে দাসীরে দয়া করি নিজ সনে প্রেমসম্ভাষণে । আজি মোরে তাজিলে কি দোষে, প্ৰাণেশ্বর । দোষ যদি করে থাকি, তিরস্কার’ মোরে সমুচিত। এই দেখ তাজি অন্তঃপুর, আসিয়াছি রণস্থলে ; তথাপি কিহেতু নীরব রয়েছ তুমি, না ভর্তসি দোষীরে ? উঠ প্ৰাণেশ্বর, উঠ জীবনবল্লভ, বারেক কহসে কথা দুঃখিনীর সনে । বারেক হৃদয়ে তারে লও দয়া করি, দয়াময়। তুমি জ্ঞানী, তত্ত্বদর্শী তুমি, পত্নীহতা, নারীহত্য যুগপৎ আজি