পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ সর্গ। ৩২৫ বিভীষণ-শতবাহু-উচ্চগ্ৰাব-আদি রাক্ষদশেখরগণ তুলিলা যতনে শিবিকা-আসন-’পরে নিশাচরেশ্বরে ; চলিলা দক্ষিণমুখে সাগরের তটে যথায় মলিন সিন্ধু কঁদিছে বিষাদে । অগ্ৰে শোকদ্ধবনি করি নিনাদিছে ভেরী, পশ্চাতে শ্মশানগীতি গাহিতে গাহিতে চলিছে গায়কদল মৃদুপাদক্ষেপে । শিবিকার একপাশ্বে অগ্নিহোত্র বহি, চলিলা ঋত্বিকৃ, হোত, মলিনবদনে ; অন্ত পাশ্বে রাজবন্দী স্তুতিগীত করি তারস্বরে শুনাক্টছে রক্ষেন্দ্রমহিমা । নিশাচরীগণ এবে দ্বিগুণ বিলপি, রোদননিনাদে পূরি অনন্ত অম্বর, চলিলা বিকলভাবে পুত্তলিকাসম। “হর হর বম্ বম্ স্বয়স্তু শঙ্কর” ধ্বনি উঠিছে গগনে। ক্রমে উপজিলা সবে আসি সিন্ধুতটে । পুতভূমে রাখি রক্ষেশ্বরে, রক্ত-শ্বেত চন্দনে, পদ্মকে, *

  • পদ্মক—গন্ধবৃক্ষ ।