পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কণ্ডেয় সুরথ নামেতে আছিল৷ নৃপতি সমগ্র ধরণি - নাথ । ৪ অপত্য সমান পালিতেন প্রজ, বিশেষ যতন করি ; পরে বরা’-ভোজী যত ম্লেচ্ছ-পতি, হইল তাহার অরি। ৫ ঘোর দণ্ডধারী সুরথের সনে, সমর তাদের হয় ; হীনবল তবু,— বরা - ভোজীগণ, করিল রাজারে জয় | ৬ আসিয়া স্বপুরে, রহিলেন পরে অধিপ রাজ্যে আপন ; বৈরী বলশালী, সেখানেও আসি, করে তারে আক্রমণ । ৭ রাজা বলহীন,— দুষ্ট বলবান দুরায়া অমাত্য র্তার, র্তারি নিজ পুরে করিলেক পরে কোষ-বল অধিকার। ৮ হারায়ে প্রভুত্ব, ভূপতি তখন, মৃগয়া করি ছলন,