পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ہ ہٴ মার্কণ্ডেয় তবে নাহি ইথে বিস্ময় - কারণ ; জগতের পতি হরি,— র্তারি যোগনিদ্রা— এই মহামায়া রাখে বিশ্ব মুগ্ধ করি। ৪৯ তিনিই নিশ্চয় দেবী ভগবতী, তিনি মহামায়া হন ; জ্ঞানীদের চিত্ত্ব করেন মোহিত, বলে করি আকর্ষণ । ৫৬ র্তা হতে প্ৰসৰ এ বিশ্ব-জগত ; সেই মহামায়া ইনি, — প্রসন্না হইলে নরে মুক্তি দিতে, হন বরদা - রূপিণী । ৫১ তিনি পরা বিদ্যা, মুক্তির কারণ, তিনি হন সনাতনী ; তিনিই সংসারে বন্ধনের হেতু, সবার ঈশ্বর তিনি। ৫২ কহিলা নৃপতি—৫৩ কেবা দেবী সেই ?— মহামায়া র্যারে, কহিল, দেব, আপনি ? কিবা কৰ্ম্ম তার ? কহ, দ্বিজবর ! কিরূপে উৎপন্ন। তিনি ? ৫৪