পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ মার্কণ্ডেয় জগতের নাথ, দেখিলা তখন সে অস্থর দুইজন ;–৮২ মধু ও কৈটভ, দুষ্টমতি অতি পরাক্রান্ত বীৰ্য্যবান, গ্রাসিতে ব্ৰহ্মারে হয়েছে উদ্যত, —ক্রোধে আরক্ত নয়ন । ৮৩ উঠিয়া তখন বিষ্ণু ভগবান, সুধু বাহু- প্রহরণে, ব্যাপি কাল পঞ্চ- সহস্র - বৎসর, যুঝিলা তাদের সনে। ৮৪ তারাও উন্মত্ত বলে অতিশয়, মহামায়া - মুগ্ধ - মন, কহিল কেশবে— “মোদের নিকটে করহ বর গ্রহণ” । ৮৫ কহিলেন ভগবান্‌—৮৬ মোরে তুষ্ট যদি, হও বধ্য মোর তোমরা আজি দুজন ; এই বর মম,– রণে অন্ত বরে কিবা আর প্রয়োজন ? ৮৭