পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । পরিবৃত অযুত অযুত রথ - অশ্ব - কুঞ্জর - নিকরে— অন্ত সব মহামুরগণ দেবী সহ যুঝিল সমরে । ৪৫ কোটি - কোটি-সহস্র তখন রথ - অশ্ব - মাতঙ্গের দলে, হইল সে মহিষ - অমুর পরিবৃত সেই রণস্থলে। ৪৬ তোমর মুষল- ভিন্দিপালে, কেচ লয়ে শক্তি-প্রহরণে, কেহ অসি - পরশু পটিশে— দেবী সনে যুঝিল সে রণে। ৪৭ নিক্ষেপিল শক্তি অস্ত্র কেষ্ট, অন্ত কেহ প্ৰহারিল পাশ, হল তারা উদ্যত দেবীরে খঙ্গাঘাতে করিতে বিনাশ ॥ ৪৮ সেই দেবী চণ্ডিকা তখন নিজ অস্ত্র - শস্ত্র - বরিমণে, ছেদিলেন লীলা ছলে যেন সেই সব শস্ত্র-প্রহরণে । ৪৯