পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8૨ মার্কণ্ডেয় যিনি লক্ষ্মী-রূপা নিজে পুণ্যাত্মা-ভবনে, থাকেন অলক্ষ্মী-রূপে পাপাত্মা সদনে, বিদ্বাৰু-সাধুত্বদয়ে বুদ্ধি—শ্রদ্ধা রূপা হয়ে, নিবসেন লজ্জা-রূপে মুকুলজ - জনে,— নমি সে তোমারে, দেবি, পাল' এ ভুবনে। ৫ মোরা কি বর্ণিব তব অচিন্ত্য এ রূপ,— অমুর-বিনাশী মহা শক্তি নানা-রূপ ! কেমনে বা বাথানিব অদ্ভূত চরিত তব, অমুর - অমর - আদি সবার মাঝারে, প্রকাশিলে বাহ,দেবি, এ ঘোর সমরে! ৬ সৰ্ব্ব - বিশ্ব - হেতু তুমি ; দোষের কারণ - হরি-হর আদি কেহ না জানে কখন ! অপার, ত্রিগুণাধার, আশ্রয় তুমি সবার ; অখিল জগত্ এই তব অংশ - ভূত, পরম প্রকৃতি তুমি আদি অব্যাকৃত। ৭ যে মন্ত্রের যথারীতি হলে উচ্চারণ, সৰ্ব্ব যজ্ঞে তৃপ্তি লভে সৰ্ব্ব মুরগণ,— সেই স্বাহী মন্ত্ৰ তুমি ; হও স্বধা-স্বরূপিণী,— যেই মন্ত্রে পরিতৃপ্ত হন পিতৃগণ ; তাই লোকে তোমা, দেবি,করে উচ্চারণ । ৮