পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কণ্ডেয় দেবি ! কোপযুত তব দ্রুকুটি ভীষণ, সদ্যোদিত - শশধর - সদৃশ - বদন,— নিলখি তখনি কেন মহিষ না ত্যজে প্রাণ, —এযে অতি অদ্‌ভুত ! কেবা শক্তিমান কুপিত কৃতান্তে হেরি নাহি ত্যজে প্রাণ ?১৩ হে দেবি । প্রসন্না হও—পরম আপনি, উৎপন্ন কল্যাণ-হেতু, রূষ্ট হলে তুমি সদ্য বংশ কর নাশ,– এবে তাহা সুপ্রকাশ– এ মহিম - অমুরের সুবিপুল বল, বিনষ্ট তোমারি কোপে হইল সকল ॥১৪ প্রসন্না যাদের প্রতি—তাহারা নিয়ত তোমা হতে লভে, দেবি ! অভু্যদয় যত ; দেশে পূজ্য সেই জন— বৃদ্ধি হয় যশ-ধন, ধৰ্ম্ম আদি চতুৰ্ব্বৰ্গ নাহি হয় ক্ষয়, তারা ধন্য নিরুদ্বিগ্ন দারী-পুত্র রয় ॥১৫ তোমারি প্রসাদ লভি-মুক্ত যে জন, প্রতিদিন শ্রদ্ধাভরে করে আচরণ নিত্য ধৰ্ম্ম-কৰ্ম্ম চয়— যাহে স্বর্গে গতি হয় ; মুনিশ্চয়, দেবি, সেই সে কারণ তুমি, এই লাকে হও ফল-প্রদায়িনী ॥১৬