পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । q(t খট্রাঙ্গ-তাড়নে কারে, কাহারে বা খড়গ-ধারে, করিলা নিধন ; তেমতি বা কত দৈত্য দস্তাগ্রে হয়ে আহত, লভিল মরণ। ১৫ ক্ষণ-মাঝে সে সকল অমুরের সেনা - বল পতিত হেরিয়া, চণ্ড বেগ-ভরে অতি, সেই ভীম কালী প্রতি, আইল ধাইয়া । ১৬ তবে মুণ্ড দৈত্যবর, শর - জাল ভয়ঙ্কর, করি বরিযণ,— নিক্ষেপি চক্র হাজারে, ভীষণ - নয়ন তারে, করে আচ্ছাদন। ১৭ সেই সব চক্র-ভার পশিয়া তখন তার বদন - গহবরে, শোভিত হইল কিবা, যেন কত ভানু বিভা মেঘের উদরে | ১৮ কালিকা ভীম-নাদিনী, করিয়া বিকট ধ্বনি, হাসে রোধভরে ;– করাল বদন-মাঝে, দুর্দশ দশন সাজে, —উজলিয়া তারে। ১৯ T--—