পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬ মার্কণ্ডেয় মহাসিংহ আরোহণে, তবে দেবী চণ্ড পানে আইলা ধাইয়া, কেশ-পাশে ধরি তারে, শির তার অসি-ধারে, ফেলিলা ছেদিয়া। ২০ হেরি চণ্ডে নিপাতিত, কালী প্রতি মুগু-দৈত্য १ॉट्रेल তখন ; ক্ৰোধে দেবী খঙ্গ-ধারে, ভূতলে পাড়িলা তারে, করিয়া হনন । ২১ চণ্ড-মুণ্ড মহাবলে, নিপাতিত সেই কালে, করি দরশন,— হতশেষ সৈন্ত-দল, চৌদিকে ভয়-বিহ্বল, করে পলায়ন । ২২ চণ্ড-মুণ্ড-শির লয়ে, চণ্ডিকার কাছে ধেয়ে করিয়া গমন,— কালিকা তখন তারে, ঘোর অট্টহাস্য-ভরে, কহিলা বচন ;–২৩ “এই মহাপণ্ড দুই— চণ্ড-মুণ্ডে আমি দিই, তোমা উপহার এই যুদ্ধ-যজ্ঞ তরে, নিজে শুম্ভ-নিশুম্ভেরে করহ সংহার। ২৪