পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । “যদিথাকে মন, বঁচাতে জীবন, পলাও তোমরা পাতালাগার ; করুন ভোজন হবি দেব-গণ, লভু বাসব ত্রিলোক-ভার। ২৬ “কিন্তু সবে যদি, বল-দৰ্পে মাতি, রণ-অভিলাষ করহ আর,— আইস তা হলে ; মম শিবা - দলে, তৃপ্ত হ’ক মাংসে তোমা সবার।” ২৭ এরূপে শঙ্করী, নিজ দূত করি, নিয়োজিলা সেই স্বয়ং শঙ্করে ; তাই শিবদূতী নামেতে আখ্যাতি, হইলা তাহার এই সংসারে। ২৮ মহা দৈত্যগণ, দেবীর বচন, শঙ্কর সমীপে করি শ্রবণ, ক্ৰোধেতে পূরিত, হইলা ধাবিত, যেথা কাত্যায়নী ছিল তখন। ২৯ প্রথমে তখন, সুর-অরি-গণ, সন্মুখ-সংস্থিত দেবীর প্রতি, করিলা বর্ষণ, যত প্রহরণ, শর-শক্তি-অসি রোষেতে অতি ॥ ৩০